বিনোদন ডেস্ক : কন্যাসন্তানের মা হয়েছন সংগীতশিল্পী
ন্যান্সি। বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে
ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে তিনি মা
হন।এটা ন্যান্সির তৃতীয় কন্যাসন্তান। ন্যান্সির স্বামী জায়েদ জানান, মা ও নবজাতক বর্তমানে
সুস্থ আছে। সন্তানের সবার কাছে জন্য দোয়া চান জায়েদ।ন্যান্সি বড় দুই মেয়ের নাম রোদেলা
ও নায়লা। এখনো নবজাতকের কোনো নাম রাখা হয়নি। পারিবারিক আলোচনার মধ্য দিয়ে কয়েক দিনের
মধ্যে সন্তানের নাম ঠিক করা হবে বলে জানালেন জায়েদ।
Post A Comment:
0 comments: