অনলাইন ডেস্ক:  ভাটারা থানায় দায়ের করা বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ, শিমুল বিশ্বাস, মারুফ কামাল খান, এম.এ কাইয়ুমসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: কামরুল হোসেন মোল্লা চার্জশীটটি গ্রহণ করে উল্লেখিত ব্যক্তিরা পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করার জন্য গ্রেফতারী পরোয়ানা জারির নির্দেশ দেন। আগামী ১৪ আগস্ট এ ব্যাপারে প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। এ মামলায় মোট ২১ জন আসামি। উল্লেখ্য, ২০১৫ সালে ৭ ফেব্রুয়ারি তারিখে ভাটারা থানাধীন এলাকায় ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ভাটারা থানায় মামলা করে। গত বছরের ৩১ জুলাই তারিখে তদন্তকারী কর্মকর্তা ২১ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। মামলাটি ঢাকার সি.এম.এম আদালত থেকে বদলি হয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য আসে। আজ মঙ্গলবার আদালত মামলার চার্জশিট গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির নির্দেশ দেন। 
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: