অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক করার অভিযোগে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।এ সময় পাঁচটি ককটেলও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বড়-মনোহরা গ্রামের আয়নুল হকের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।তবে স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে একজন মেম্বর প্রার্থীর পক্ষে নির্বাচনী বৈঠক করার সময় পুলিশ তাদেরকে আটক করেছেন।
আটককৃতরা হলেন: ৪নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি নরুল ইসলাম (৫৫), সহ সেক্রেটারি বেলাল হোসেন (৫৫), ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুকুল সরকার (৫০), বিএনপি কর্মী সিদ্দিক হোসেন (৪০), মেরাজ আলী (৫৫), সাইদুল প্রমানিক (৫৫), আশরাফ আলী (৫০), জামায়াত আলী (৪৫), জামায়াত সদস্য রেজাউল করিম (৫৫), জাহাঙ্গীর হোসেন (৩৮), আবু সাইদ (৩০), শিবিরের সদস্য লিটন হোসেন (১৯), ওমর ফারুক (১৮) ও আনিছুর রহমান (১৮)।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ জানান, জামায়াতের চার নেতার বিরুদ্ধে রায় ঘোষণার পর রাতে জামায়াত অধ্যুষিত মনোহরা গ্রামের আয়নুল হকের বাড়িতে প্রায় শতাধিক নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করার জন্য গোপন বৈঠকে করছিল। সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। অন্যরা পালিয়ে গেলেও ১৪ জনকে আটক করা হয়।

এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: