ঢাকা : বিএনপির সহযোগী
সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশে যোগ দিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা
জিয়া। রোববার বিকেল সোয়া ৪টায় রাজধানীর সোহরাওয়ার্দী
উদ্যানের সমাবেশস্থলে এসে উপস্থিত
হন তিনি।এ সময় মুহুর্মুহু করতালি ও স্লোগানে স্লোগানে খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন
জানান নেতাকর্মীরা। খালেদা জিয়াও সমাবেশ মঞ্চে উঠে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন। এরপর
মঞ্চে আসন গ্রহণ করেন বেগম জিয়া।এর আগে, বিকেল পৌনে ৪টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে সোহরাওয়ার্দীর উদ্দেশে রওয়ানা হন বিএনপি চেয়ারপারসন।
মহান
মে দিবস উপলক্ষে এ শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন
এতে সভাপতিত্ব করছেন। সমাবেশে খালেদা জিয়া প্রধান অতিথির ভাষণ দেবেন। দুপুর ২টায় পবিত্র
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে উপস্থিত আছেন-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান,
আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল
কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম
হোসেন আলাল, খায়রুল কবির খোকন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক
সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, শ্রমিক দলের সাধারণ
সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, ছাত্রদল সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল
হাসান প্রমুখ।
Post A Comment:
0 comments: