জনপ্রিয় ডেস্ক : নাস্তিকদের অভিনন্দন জানিয়ে ডা. জাকির নায়েক বলেন, নাস্তিকরা ইসলামের অনেকটা কাছাকাছি রয়েছে। কারণ, তারা অন্যান্য ধর্মাম্বলীদের মতো কোনো ঈশ্বরে বিশ্বাস করে না। এমনকি তাদের বাপ-দাদারা যে ঈশ্বরকে বিশ্বাস করে, তাকেও না। তারা মনে করে বাপ-দাদা যাকে ঈশ্বর মানেন, তিনি ঈশ্বর হতে পারেন না। পক্ষান্তরে অন্যান্য ধর্মাম্বলী লোকজন কাউকে না কাউকে ঈশ্বর মনে করে। তাদের অনেকে অন্ধ বিশ্বাসের মতো ধর্মপালন করে। কিন্তু নাস্তিকরা বলে, আমরা কোনো ঈশ্বরে বিশ্বাস করি না। এদিকে মুলসমানদের কালিমা হলো আমরা কোনো প্রভু মানি না, তবে আল্লাহ ছাড়া।

এ হিসাবে মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ঈশ্বর মানে না। আর নাস্তিকরা কাউকে মানে না, আল্লাহকেও না। তাই কাউকে না মানার দিক দিয়ে মুসলিম এবং নাস্তিক সমান। পার্থক্য শুধু আল্লাহকে মানা ও না মানা নিয়ে। অপরদিকে অন্যান্য ধর্মাম্বলীরা আল্লাহকে বিশ্বাস করে না তবে অন্য ঈশ্বর বিশ্বাস করে। তাই মুসলমান হওয়ার দিক দিয়ে নাস্তিকরা অর্ধেকটা এগিয়ে আছে। তাদের সামনে আল্লাহ বা ঈশ্বরের অস্তিত্ব তুলে ধরে বিশ্বাস করাতে পারলেই সে মুসলমান হবে। পক্ষান্তরে একজন ভিন্নধর্মী মানুষ যে আল্লাহ ব্যতিত অন্য কোনো ঈশ্বরে বিশ্বাস করে, তাকে মুসলমান বানাতে হলে প্রথমে তাকে তার ঈশ্বর যে ভ্রান্ত সেটা বুঝাতে হবে। তারপর আল্লাহর অস্তিত্ব তুলে ধরে বিশ্বাস করাতে হবে। সেই তুলনায় নাস্তিকরা অর্ধেক পথ এগিয়ে আছে।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: