রনি মোহাম্মদ,(লিসবন,পর্তুগাল): লিসবনের এই শহরে কথা হবে প্রাণ খুলে, জানিয়ে দিলাম আমি তোমাকে, এসো বাঙ্গালীর সাজে হাতে যেন চুড়ি বাজে, খোঁপায় যেন বেলি ফুল থাকে দেখা হবে রে

হবে দেখা হবে রে হবে, দেখা হবেই হবে পহেলা বৈশাখে.... ২৩শে এপ্রিল ২০১৬ শনিবার সন্ধ্যা ৮.৩০মিনিটে পর্তুগালের রাজধানী লিসবনের রুয়া পালমিরার হল রুমে বৃহত্তর ফরিদপুর 

এসোসিয়েশন পর্তুগালের আয়োজনে অনুষ্ঠিত হলো বৈশাখী সন্ধ্যা ও এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান। সংগঠনের সভাপতি মাহবুব আলমর সভাপতিত্বে সাধারন সম্পাদক এনামুল হক মিথুনের পরিচালনায় প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন পর্তুগালে অবস্তিত বাংলাদেশ 

দুতাবাসের মান্যবর রাষ্টদূত ইমতিয়াজ আহমেদ এবং পর্তুগালের বিভন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। কর্ম ব্যাস্তময় প্রবাস জীবনের কিছুক্ষনের জন্য হলেও সকল দুঃখ, ভেদাভেদ

ভুলে নতুন বছরকে স্বাগত জানিয়ে আগামীর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে শুভেচছা বক্তব্য রাখেন রাষ্টদূত ইমতিয়াজ আহমেদ, সংগঠনের উপদেষ্টা জহিরুল আলম জসিম এবং আবুল বাশার বাদশা।

মঙ্গলো প্রদীপ জ্বেলে সুমনা আক্তার সুমির পরিচালনায় দ্বিতীয় পর্বে ''বাজে রে বাজে ঢোল আর ঢাক,এলো রে পয়লা বৈশাখ,আইলো আইলো আইলোরে রঙে ভরা বৈশাখ আবার আইলোরে'' সহ 

ডোল তবলা, গিটর আর যন্ত্রের তালে এফ.আই রনি এবং শতাব্দী রানী করের সংগীতের মন ভোলানো সুরের আবহের মধ্য দিয়ে মাতিয়ে তোলেন লিসবন প্রবাসী বাংলাদেশীদের কে। এছাড়াও বৈশাখী

সন্ধ্যা ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্টানে উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর এসোসিয়েশন পর্তুগালের সহ সভাপতি এ.কে রাকিব, আলী আহমেদ রায়হান, মামুন উর রশিদ, আবুল হোসাইন খোকন, সহ 

সাধারন সম্পাদক ইমরান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন বাবু, মজিবুর মোল্লা, সাইফুল ইসলাম, বাদল, তালুকদার মামুন, ওমর ফারুক, পারভেজ আহমেদ,নাজমুল হাসান, আবু সায়েদ, জামাল সহ সংগঠনের নেত্রী বৃন্দ।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: