ঢাকা: ‘আল্লার রহমতে আমি
এখন সুস্থ হওয়ার স্বপ্ন দেখছি।’ এভাবেই বললেন বিরল রোগে
আক্রান্ত আবুল বাজনদার। সোমবার (১৮ এপ্রিল) সঙ্গে কথা হয় ‘ট্রি-ম্যান’ রোগে
আক্রান্ত আবুলের। সম্প্রতি তার দুই হাতে তিন দফা অস্ত্রোপচার হয়। এখন দ্রুত সুস্থ
হয়ে উঠছেন তিনি। ‘অপারেশনের পর এখন কেমন আছেন?’সাংবাদিকদের এমন
প্রশ্নে সুন্দর একটা হাসি উপহার দিয়ে আবুল বলেন, ‘আমার দু’হাতে মোট তিনবার অপারেশন হয়েছে। এখন আগের থেকে
অনেক ভালো আছি। সাত বছর ধরে নিজের হাতে খাবার খেতে পারছি না। আমি খুবই আশাবাদী যে
নিজের হাতে খেতে পারবো।’এ সময় তার
স্ত্রী হালিমা তাকে রাতের খাবার খাইয়ে দিচ্ছিলেন। তাদের
মাঝে উপস্থিত ছিলেন এক মাত্র সন্তান জান্নাতুল ফেরদৌস তাহিরা।আবুল বলেন, ‘আমি সুস্থ হয়ে
অকান্ত পরিশ্রম করে মেয়েকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানানো। আল্লাহর কাছে আরও দোয়া
করি যেন এই রোগ আর কারো না হয়।’এছাড়া তার খোঁজখবর নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
করে আবুল বলেন, দেশ-বিদেশের লোকজন আমার খোঁজ খবর নিয়েছেন। আমার জন্য দোয়া করেছেন। আমি
শুনেছি প্রধানমন্ত্রীও আমার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। তাই আমার খুব ইচ্ছা
প্রধানমন্ত্রীকে যদি একবার সরাসরি দেখতে পারতাম।
Post A Comment:
0 comments: