অনলাইন ডেস্ক : নিউইয়র্কের
ব্রঙ্কসে আবারো বিদ্বেষমূলক হামলার শিকার হয়েছেন এক বাংলাদেশী।হামলায় ওই
বাংলাদেশীর নাক ফেটে গেছে। চোখের নিচে মারাত্মক জখম হয়েছেন।তার নাম
মোহাম্মদ
সাইফুর রহমান।পঞ্চাষোর্ধ সাইফুল প্রতিদিনের মতো কাজ শেষ করে গত শনিবার বাসায় ফেরেন।রাত একটার দিকে পার্কচেষ্টারের কাছে লিলেন্ড এভিনিউস্থ নিজ
বাড়িতে পৌচ্ছে গাড়ি পার্ক করেন।এ সময় এ স্পেনিশ আমেরিকান যুবক তার কাছে ঘড়িতে সময়
কত তা জানতে চান। তিনি সময় বলে ঘুরে বাড়ির দরজার দিকে পা বাড়ান। কিছু বুঝে ওঠার
আগেই তার বাম চোখ বরারবর স্বজোরে আঘাত করে ওই
আমেরিকান যুবক। এতে তিনি মাটিতে লুটয়ে পড়েন ঘটনার সময় উপস্থিত
সময় সাইফুরের ছোট
ভাই সাজু তাকে উদ্ধারে এগিয়ে গেলে তার উপর হামলা করতে উদ্ধত হয় ওই যুবক। ভয়ে সে
বাড়িরে ভিতরে গিয়ে পুলিশে খবর দেয়। ঘটনার পরপরই দুই
যুবতী এসে আমেরিকান যুবককে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ
সাইফুরকে পাশ্ববর্তী জ্যাকোবি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে ডাক্তাররা
তাকে জানান, তার নাকের দুটি হাড় ভেঙ্গে গেছে।এতে অপারেশন লাগবে।হামলার খবর পেয়ে
বাংলাদেশী কমুনিটির নেতারা রোবাবার সকালে সাইফুরকে
দেখতে তার বাড়িতে ছুটে যান। এ সময় তারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং
অভিযুক্তদের খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। এই
ঘটনায় প্রবাসী বাংলাদেশীদরে মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। সাইফুর
রহমানকে সমবেদনা এবং সহোযগিতা করতে যারা তার বাড়িতে ছুটে যান তারা হলেন, যুক্তরাষ্ট্র
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, বিএসিসির
প্রেসিডেন্ট আইনজীবি এন মজুমদার, সেক্রেটারি নজরুল হক,
ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এন ইসলাম মামুন, সেক্রেটারি কামাল উদ্দিন, কমুনিটি
এ্যাক্টিভিস্ট মুকিত চৌধুরী, আলমাস আলী, ও মোহাম্মদ আলী, সাজ্জাদ হোসেন।উল্লেখ্য,
সম্প্রতিকালে নিউইয়র্কের এই এলাকায় আরো দুজন বাংলাদেশী কয়েকদিনের
ব্যবধানে হামলার শিকার। হয়েছেন।
Post A Comment:
0 comments: