জনপ্রিয় ডেস্ক: সিরিয়ায় অবৈধ অস্ত্র এবং তাকফিরি দায়েশের অনুপ্রবেশ রুখতে তুরস্ক ও সিরিয়ার মধ্যে সীমান্ত বন্ধ করার আহ্বান জানিয়েছে রাশিয়া।গতকাল (বৃহস্পতিবার) সন্ত্রাস প্রতিরোধ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত বৈঠকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার বিশেষ দূত ভিতালি চুরকিন এ আহ্বান জানান।তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর উচিত তাকফিরি দায়েশ, সিরিয়ায় তৎপর আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আন-নুসরাসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর ওপর পুরোপুরি বানিজ্য অবরোধ আরোপ করা।সন্ত্রাসীদের মাধ্যমে সিরিয়ার তেল এবং প্রাচীন প্রত্মতত্ত্ব পাচারের কথা উল্লেখ করে চুরকিন বলেন, এসব লোটপাট বন্ধ করার লক্ষ্যে সবাইকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তুরস্কের ভূখণ্ড ব্যবহার করার মাধ্যমে সিরিয়ার ভেতরে অস্ত্র এবং সন্ত্রাসীরা প্রবেশের বিষয়টিতে তুর্কি সরকার হয় সহযোগিতা করছে বা না দেখার ভান করছে বলে রাশিয়ার এই কর্মকর্তা আঙ্কারার বিরুদ্ধে অভিযোগ করেন।সীমান্ত দিয়ে এই ধরনের অনুপ্রবেশ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করার লক্ষ্যে প্রয়োজনে সেখানে স্বাধীন কোনো সংস্থাকে তুর্কি সরকার নিজ থেকেই আমন্ত্রণ জানানো উচিত বলেও মন্তব্য করেন চুরকিন। এদিকে, জাতিসংঘে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত চুরকিনের অভিযোগ প্রত্যাখান করে একে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

সুত্র: ইরান বাংলা রেডিও ।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: