আব্দুল করিম,প্যারিস,ফ্রান্স : ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন এর
সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান হোসেইন মনিরকে সংবর্ধনা দিয়েছে ফ্রান্সে
বসবাসকারী বরিশাল বিভাগের
প্রবাসীরা । প্যারিসের ভলোন্তিয়ারের অভিজাত রেস্টুরেন্ট
ইন্ডিয়ান ভিলেজে বিপুল সংখ্যক বরিশাল প্রবাসীদের উপস্থিতিতে এ সংবর্ধনা অনুষ্ঠিত
হয়। মঙ্গলবার সন্ধ্যায় এক অনারম্ভর আয়োজনের মধ্যে দিয়ে বরিশাল বিভাগীয় কমিউনিটি
ফ্রান্সর সভাপতি মোহাম্মদ মোতালেব খানের সভাপতিত্বে ও মোহাম্মদ মুনির হোসেনের
পরিচালনায় সংবর্ধিত অতিথি ইঞ্জিনিয়ার ওসমান হোসেইন মনির ছাড়াও
বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্সর সাধারণ সম্পাদক
ওবায়দুল ইসলাম রিয়াদ,সহসভাপতি আমিনুর রহমান ফারুক,ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনর সহকারী কোষাধ্যক্ষ অজয় দাস,প্যারিস-বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহির,সাংঠনিক সম্পাদক লুত্ফুর রহমান বাবু,বরিশাল
বিভাগীয় কমিউনিটি ফ্রান্সর উপদেষ্ঠা মিজানুর রহমান খান,নজরুল
ইসলাম,মাহবুবুর রহমান,সহ প্রচার
সম্পাদক তপু খান,তুলুজ প্রবাসী মেহদী হাসান রাসেল,নুরুন্নাহার নিপা সহ কমিউনিটির নেতারা। এ সময় বক্তারা বলেন,বরিশাল বিভাগের কৃতি সন্তান, ইঞ্জিনিয়ার ওসমান
হোসেইন মনির কে ইউরোপের সর্ববৃহৎসংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনর
সাধারণ সম্পাদক নির্বাচিত করায় ইউরোপের বিভিন্ন দেশের নের্তৃবৃন্দকে শুভেচ্ছা
জানান। এ সময় ওসমান হোসাইন মনিরকে ফুলেল সংবর্ধনা প্রদান করে বক্তারা বলেন
ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি এ্যাসোসিয়েশন প্রবাসীদের সকল সমস্যা সমাধানে
গুরুত্বপূর্ন কার্যত ভুমিকা পালন করবে।পরে এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের
সমাপ্তি করা হয়।
Post A Comment:
0 comments: