ঢাকা : কলাবাগানে দুর্বৃত্তদের চাপাতির কোপে নিহত জুলহাজ মান্নান সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমনির খালাতো ভাই। আর তাই ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সাবেক এই মন্ত্রী। এসময় তার মন ছিল ভারাক্রান্ত। কিছু সময় তিনি সেখানে অবস্থান করেন এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ঘুরে ঘুরে ঘটনাস্থল দেখেন।  জুলহাজ সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার প্রটোকল অফিসার ও ইউএসএইডর কর্মকর্তা ছিলেন। সেই সঙ্গে বাংলাদেশে সমকামীদের একমাত্র ম্যাগাজিন রূপবানর সম্পাদকীয় বোর্ডের সদস্যও ছিলেন। আজ সোমবার বিকেলের দিকেই তিনি বন্ধু তনয়সহ লেকসার্কাস রোডের ওই বাড়িতে খুন হন। 

ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যার দিকে কলাবাগানের ওই ভবনে কুরিয়ার সার্ভিস কর্মী পরিচয়ে ৪ থেকে ৫ জন যুবক প্রবেশ করে। এরপর আনুমানিক ১০-১৫ মিনিটের হামলায় দুজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। বাড়ির নিরাপত্তাকর্মী পারভেজ বাধা দিতে গেলে তাকেও কোপায় হত্যাকারীরা। পরে লোকজনের চিৎকারে পুলিশ এগিয়ে এলে হত্যাকারীরা পালিয়ে যায়। জুলহাস মান্নান চাঁদপুরের শহরাস্তি উপজেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক যুগ্ম সচিব এম এ মান্নানের ছেলে।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: