ঢাকা: স্থানীয় ক্রিকেটারদের নিয়ে দল গোছানো শেষ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর। দলের শক্তি বাড়াতে এখন বিদেশি ক্রিকেটার আনার চেষ্টা চালাচ্ছে ক্লাবগুলো। একাধিক ক্রিকেটারকে দলভুক্ত

করতে পারলেও প্রতি ম্যাচে খেলাতে পারবেন মাত্র একজন বিদেশি ক্রিকেটার। অধিকাংশ ক্লাব বিদেশি ক্রিকেটার নিশ্চিত করেছে। গুটিকয়েক ক্লাব বিদেশি ক্রিকেটারদের সঙ্গে এখনো কথাবার্তা চালিয়ে যাচ্ছে।আগামী শুক্রবার (২২ এপ্রিল)  থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। এবারের আসরের শিরোপা প্রত্যাশী দল আবাহনী লিমিটেডের ঘরে আসছে শ্রীলঙ্কান ব্যাটসম্যান চামারা কাপুগেদারা। তবে কাপুগেদারা ঢাকায় আসতে পারবেন আগামী ০৪ মে।ফলে প্রথমদিকের ম্যাচগুলো খেলানোর জন্য বিকল্প কাউকে খুঁজছে ক্লাবটি। ক্লাবসূত্র জানিয়েছে, আগামীকালের মধ্যেই জানা যাবে আবাহনীর হয়ে কোন বিদেশি ক্রিকেটার শুরুর ম্যাচগুলোতে দলে থাকবেন।আবাহনীর অন্যতম প্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব শ্রীলঙ্কান ক্রিকেটার তিলকরত্নে দিলশানকে আনতে আগ্রহী। আরেক লঙ্কান উপল থারাঙ্গার সাথেও আলোচনা চলছে ক্লাবটির।ভিক্টোরিয়ায় যোগ দিয়েছেন শ্রীলঙ্কান অখ্যাত পেসার চাতুরাঙ্গা ডি সিলভা। বুধবার (২০ এপ্রিল) বিকেলে তিনি ঢাকা পৌঁছেছেন বলে  নিশ্চিত করেন  ক্লাব কর্মকর্তা। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলতে আগামীকাল (২১ এপ্রিল) ঢাকায় আসবেন পাকিস্তানি বাঁহাতি ব্যাটসম্যান সাইদ আনোয়ার (জুনিয়র)।তারুণ্যনির্ভর দল ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) শ্রীলঙ্কান অলরাউন্ডার পারভেজ মাহরুফকে আনার চেষ্টা চালাচ্ছে। ব্রাদার্স ইউনিয়নের প্রথম পছন্দ ছিল দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা। ডিপিএলে খেলার জন্য বোর্ড থেকে অনাপত্তিপত্র পাননি আমলা। এ জন্য আমলার পরিবর্তে জিম্বাবুয়ের শন উইলিয়ামসকে আনছে গোপীবাগের ক্লাবটি।মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্রে যোগ দেবেন জিম্বাবুয়ের ইনফর্ম ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। গতবারের লিগ চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকে খেলতে আসছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। এছাড়া শ্রীলঙ্কান ওপেনার দিলশান মুনাবেরাকে নিশ্চিত করেছে ক্লাবটি। মুনাবেরা গতবার শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলে গেছেন।শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ আনোয়ার হোসেন মনির জানান, শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটারের সাথে তাদের আলোচনা চলছে। অন্য একটি সূত্রে জানা গেছে, অলরাউন্ডার জীবন মেন্ডিসকে আনতে আগ্রহী ক্লাব কর্তৃপক্ষ। লিজেন্ডস অব রুপগঞ্জ ও কলাবাগান ক্রিকেট একাডেমি কাদের আনছেন-সেটা নিশ্চিত হওয়া যায়নি।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: