রনি মোহাম্মদ,(লিসবন,পর্তুগাল): বছর ঘুরে আবার এলো উৎসবপ্রিয়
বাঙালির আনন্দঘন দিন পহেলা বৈশাখ। গুটি গুটি পায়ে বাংলা বছর এসে থামলো ১৪২৩ এর দুয়ারে।
প্রতিবছর সব শ্রেণির
সব বাঙালি এ দিনটিকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করে
ঠিক তার ব্যাতিক্রম নয় প্রবাসী বাঙালিরাও। বাংলা নববর্ষকে ঘিরে পুরনো দুঃখ-গ্লানিকে
ভুলে নতুন বছরকে স্বাগত
জানিয়েছে পর্তুগাল প্রবাসী বাংলাদেশীরা।পর্তুগালের রাজধানী
লিসবনের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ৩রা বৈশাখ শনিবার পালিত হলো বৈশাখী বরণ উৎসব ১৪২৩
বঙ্গাব্দ। দূতাবাস প্রাঙ্গনের
আয়োজন করা হয় বৈশাখী উৎসব অনুষ্ঠিন। আর এতে যোগদেয় নানান
বয়সের প্রবাসী বাংলাদেশীরা। শুরুতেই প্রবাসীদের কে দেশীয় ঐতিয্যবাহী নানা ধরনের পিঠা
দিয়ে স্বাগত জানানো
হয়। বাংলাদেশ দুতাবাসের মান্যবর রাষ্টদূত ইমতিয়াজ আহমেদের শুভেচছা
বক্তব্য মাধ্যমে অনুষ্ঠিনের সুচনা করা হয়।প্রথম পর্বে প্রবাসে বেড়ে উঠা শিশুদের কবিতা
আবৃওি, নৃত্য, ছড়া গান আর
পিবিএফএ শিল্প গুষ্টির যন্ত্র সংগীতের মন ভোলানো ‘এসো হে বৈশাখ, এসো, এসো তাপস
নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥ যাক পুরাতন স্মৃতি,
যাক ভুলে-যাওয়া
গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক'' সুরের আবহের মধ্য দিয়ে মাতিয়ে
তোলে পুরো দূতাবাস প্রাঙ্গন। সকলের মাঝে ছিল বৈশাখী সাজ রঙিন পাঞ্জাবি, বৈশাখী শাড়ী দ্বিতীয়
পর্বে ছিল বৈশাখী উৎসব
অনুষ্ঠিনে আগতো প্রবাসীদের জন্য ঐতিয্যবাহী বৈশাখী বাংলা খাবারের
পাশা পাশি নানান ধরনের মিস্টান্ন।
Post A Comment:
0 comments: