জনপ্রিয় ডেস্ক: পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক
তৎপরতা জোরদার করার আহ্বান জানিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইটোল্ড ওয়াজজিকোস্কি।
ইউরোপের প্রতি রাশিয়ার কথিত 'বিদ্যমান হুমকি' মোকাবেলায় এ আহ্বান জানান তিনি। গতকাল
(শুক্রবার) স্লোভেনিয়ার রাজধানী ব্রাটিস্লাভাতে গ্লোবসেক নিরাপত্তা ফোরামের বার্ষিক
সম্মেলনে বক্তব্য রাখেন উইটোল্ড। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী তার ভাষায় বলেন,
ন্যাটোভুক্ত নানা দেশের সেনা উপস্থিতি রাশিয়াকে পরাজিত করার প্রতীক হয়ে উঠবে। তিনি
আরো বলেন, আগামী জুলাইয়ে ওয়ারশ’তে
অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে সেনা মোতায়েনের সংখ্যা নিয়ে আলোচনা করা যেতে পারে। ইরাক ও
সিরিয়ায় তৎপর দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে রাশিয়াকে তুলনা করেন তিনি। উইটোল্ড বলেন,
বিদ্যমান এবং অ-বিদ্যমান হুমকির মুখে রয়েছে ইউরোপ। তিনি বলেন, রাশিয়ার তৎপরতা
হচ্ছে বিদ্যমান হুমকি এবং এ কারণে ইউরোপের দেশগুলো ধ্বংস হয়ে যেতে পারে।
সুত্র: ইরান বাংলা রেডিও ।
Post A Comment:
0 comments: