আব্দুল
করিম,প্যারিস,ফ্রান্স: প্রবাসীদের অধিকার নিশ্চিত করার
অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো ইউরোপের সর্ব বৃহত সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী
এসোসিয়েশন । ইউরোপের বিভিন্ন
দেশের তরুণ ও সৃষ্টিশীল কমিউনিটি নেতাদের উপস্থিতিতে শিল্প
সাহিত্যের দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে রোববার গ্র্যান্ড কনভেনশনের মাধ্যমে এ সংগঠনের
যাত্রা শুরু হয়। ইউরোপের প্রতিটি দেশের তরুণ মেধাবী কমিউনিটি নেতাদের উপস্থিতিতে গ্র্যান্ড
কনভেনশনের প্রথম অধিবেশনে চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর রেজা আহমদ ফয়সল চৌধুরী
সুয়েবের সভাপতিত্বে ও শওকত হোসেন বিপু,র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, ইউরোপের বিভিন্ন
দেশ থেকে আগত
কমিউনিটি নেতারা। এসময় ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশীদের সমস্যা
সমাধানে সংগঠনের কার্যত ভুমিকা নিয়ে নিয়ে উন্মোক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত আলোচনায়
অংশ গ্রহণ করেন যুক্তরাজ্য প্রবাসী শাহনুর খান ,আশরাফ উদ্দিন ,নজরুল ইসলাম খান,ফ্রান্স
প্রবাসী এইচ এস হায়দার ,মামুন মিয়া ,অজয় দাস,ফয়জুল হক ,সাংবাদিক এনায়েত হোসেন সোহেল
,ইতালি প্রবাসী কাজী মনসুর আহমদ শিপু ,ওলি উদ্দিন শামীম ,পর্তুগাল প্রবাসী শওকত উসমান,আবু
ইউসুফ তালুকদার,সেলিম উদ্দিন ,গ্রিস প্রবাসী শাহনুর রিপন,সুইজারল্যান্ড প্রবাসী মাহাবুবুর
রহমানসহ বিভিন্ন দেশের শতাধিক প্রতিনিধিরা। এসময় বক্তারা বলেন, বাংলা লোকজ সংস্কৃতি,
ঐতিহ্য, বাংলাদেশী ও ইউরোপীয় যুবশক্তির অংশগ্রহনে যৌথ আন্তঃসাংস্কৃতিক উন্নয়ন, বাংলাদেশী
জনগোষ্ঠী
ও ইউরোপীয় সমাজের একীভূতকরণ ও অভিবাসী সমাজকে ইউরোপীয় সমাজের মূলধারায় যুক্ত
করার প্রচেষ্টা, বাংলাদেশে বিভিন্ন সময়ে সৃষ্ট প্রাকৃতিক দূর্যোগের সময় সাহায্য ও সহযোগিতা,
ইউরোপীয় ও বাংলাদেশী ক্রীড়ানুরাগী যুবশক্তির অংশগ্রহনে আন্তর্জাতিক ক্রীড়ানুষ্ঠান,ও
প্রবাসী বাংলাদেশী কমিউনিটি সমূহের নানাবিধ সমস্যা সমাধান এবং বাংলাদেশী নাগরিকদের
বিভিন্ন অধিকার সম্পর্কে ইউরোপীয় সামাজিক ব্যক্তি ও সংগঠনসমূহের সাথে যৌথ ভাবে কাজ
করার প্রত্যয় ব্যক্ত করা হয়। ২য় অধিবেশনে জার্মান প্রবাসী শারফুদ্দিন আহমদ জুয়েল এর
সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর রেজা আহমদ ফয়সল চৌধুরী
সুয়েবকে প্রধান উপদেষ্ঠা,শাহনুর খানকে সভাপতি, ওসমান হোসেইন মনিরকে সাধারণ সম্পাদক,শারফুদ্দিনআহমদ
জুয়েলকে কোষাধ্যক্ষ ,ওলি উদ্দিন শামিমকে সাংগঠনিক সম্পাদক করে একটি আংশিক কমিঠি ঘোষণা
করা হয়। সংগঠনের অনন্য কর্মকর্তারা হলেন, সংগঠনের উপদেষ্ঠা আশরাফ উদ্দিন -(যুক্তরাজ্য
) এইচ এস হায়দার (ফ্রান্স) ,নূরে আলম সিদ্দিকী বাচ্চু (ইটালি) ,সিনিয়র সহ সভাপতি শওকত
হোসেইন বিপু ,সহ সভাপতি শাহনুর রিপন ,মনসুর আহমদ শিপু ,শাহজাহান খান ,মামুন মিয়া কামরুল
হাসান জনি ,বাদল আহমদ শেখ ,ড কাইয়ুম ,তেরাউল ইসলাম ,নাহার মমতাজ ,সিনিয়র সাধারণ সম্পাদক
মান্নান হীরা ,সহ সাধারণ সম্পাদক শওকত উসমান ,নজরুল ইসলাম,সহ কোষাধক্ষ্য অজয় দাস ,সাংগঠনিক
সম্পাদক ওলি উদ্দিন শামিম ,সহ সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ,ফয়জলু হক,দপ্তর সম্পাদক আবু
তাহির ,সাংস্কৃতিক সম্পাদক মাহাবুবুর রহমান সহ সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহিম আকাশ
,প্রচার ও প্রকাশনা সম্পাদক এনায়েত হোসেন সোহেল ,সহ নাদিম মাহমুদ ,তাহসিন আহমদ ,পাবলিক
রিলেশন সম্পাদক সামসুল ইসলাম , বাংলাদেশ সমন্বক ইকবাল করিম নিশান ,মাসুদুল হক রনি
,সমাজ সেবা সম্পাদক সেলিম উদ্দিন ,সহ সমাজ সেবা সম্পাদক ফেরদৌস করিম আখনজি,মহিলা সম্পাদিকা
সেলিনা আক্তার জোসনা ,ও সম্মানিত সদস্য আব্দুল বাতেন ,আব্দুল হাফিজ মোহাম্মদ সহিদুর
রহমান কে নির্বাচিত করে আংশিক কমিটি গঠন করা হয়
Post A Comment:
0 comments: