জনপ্রিয় ডেস্ক: হবিগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে আব্দুল আলীম (৩৫), আজল মিয়ার ছেলে ওলি আহমেদ (৩০) ও বানিয়াচং উপজেলার কামালকানির ওয়াদুদ মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০)। আহত ব্যক্তি হলেন- নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে রুবেল মিয়া (১৫)।স্থানীয় সূত্রে জানা যায়, গুঙ্গিয়াজুড়ী হাওরে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে আহত হন আব্দুল আলীম, ওলি ও রুবেল। এদিকে বানিয়াচং উপজেলার কামালখানী গ্রামের জুয়েল হাওর থেকে ট্রলিতে করে ধান আনার সময় বজ্রপাতে নিহত হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তিনজনকে মৃত ঘোষণা করেন। আর আহত একজন চিকিৎসাধীন রয়েছেন। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ডা. শোয়েব আহমেদ বজ্রপাতে হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: