ঢাকা: প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় অপহরণ চক্রান্তে যুক্তরাষ্ট্র থাকা ব্যক্তিদের সঙ্গে বাংলাদেশের তিনজন জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।এই ঘটনায় বাংলাদেশে দায়ের করা মামলায় বিএনপিঘনিষ্ঠ সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতারের পরদিন রোববার ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।সরকারের বিরুদ্ধে লেখার জন্য শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে বলে বিএনপির অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী না নাকচ করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে।জয়ের প্রাণনাশে যুক্তরাষ্ট্রের চক্রান্তকারীদের সঙ্গে শফিক রেহমানসহ দুই-তিনজনের যোগাযোগ ছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের সঙ্গে কথোপকথন হয়েছে, এমন দুই থেকে তিনজন বাংলাদেশের ভেতরে ছিলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- আমরা অনুমান করছি, কথোপকথনের জের ধরে শফিক রেহমানের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল। সেই জন্যই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাকি দুজনের একজন একটি পত্রিকার সম্পাদক, তিনি কারা অন্তরীণ রয়েছেন বলে জানান তিনি। 
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: