গাজীপুর: গাজীপুর কোনাবাড়ি বিসিক শিল্প এলাকায় কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেড কারখানার পুরাতন ভবন ভাঙার সময় ছাদ ধসে পড়ে হান্নান মিয়া (৩২) নামের এক ভাড়াটিয়া নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন।শনিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা দিকে ভাঙার সময় পাশের টিনসেড বাড়ির উপর পড়লে এ দুর্ঘনা ঘটে। নিহত হান্নান কুড়িগ্রামের উলিপুর উপজেলার শরীয়তপুর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। আহতরা হলেন, মো. দাউদ মিয়া (২২), মুজিবুর রহমান (২৮) ও রুজিনা আক্তার (৭)। তারা সকলেই কোনাবাড়ী পুকুরপাড় এলাকার সাইফুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেড কারখানার চারতলা পুরাতন ভবন ভাঙার কাজ করছিলো। এসময় ছাদ ও দেয়ালের কিছু অংশ ভেঙ্গে পাশেই সাইফুল ইসলামের দুইতলা টিনশেড বাড়ির উপর পড়ে। এতে ওই বাড়ির চার ভাড়াটিয়া আহত হন। পরে স্থানীয়রা হান্নান মিয়াকে গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মো. দাউদ মিয়া, মুজিবুর রহমান ও রুজিনা আক্তারকে আহত অবস্থায় কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেড কারখানায় গেলে কোনো তথ্য পাওয়া যায়নি। নিরাপত্তা কর্মীরা লুকিয়ে যান। কারখানার কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলা যায়নি। জয়দেবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. হাসিবুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা হতাহতদের হাসপাতালে নিয়ে যায়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন জানান, হান্নান মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: