জনপ্রিয় ডেস্ক : যাত্রীবাহী বাস থামালেন মন্ত্রী ওবায়দুল কাদের। চালক ভাবলেন, ইনি মনে হয় প্যাসেঞ্জার। তাই নিজের আসনে স্বাভাবিকভাবেই বসে থাকলেন চালক। কিন্তু প্যাসেঞ্জার (মন্ত্রী) গাড়িতে 

উঠেই চালককে কাগজপত্র দেখাতে বললেন।এবার অবাক হলেন চালক! গাড়ির কাগজ মহিলা সিটের নিচে। তাই কাগজ বের করতে দেরি হলো! কিন্তু এরই মধ্যে জরিমানা হয়ে গেছে। বেশি যাত্রী বহন করার দায়ে জরিমানার এ নির্দেশ মন্ত্রীর।শনিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে বিমানবন্দর সড়কে রেডিসন হোটেলের বিপরীতে এ ঘটনা ঘটে।এদিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরাবরের মতো এই সড়কে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানে নামেন।অভিযানকালে মন্ত্রী সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে মিটারে চলছে কি না, তা জানতে চান। প্রায় ঘণ্টাব্যাপী এ সড়কে অবস্থান করে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন করেন মন্ত্রী।এসময় সাংবাদিকদের তিনি জানান, বিভিন্ন অপরাধে সকাল থেকে দুপুর পর্যন্ত ২২ টি গাড়িতে জরিমানা করা হয়েছে। আর ৫টি বাস ডাম্পিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে।বিআরটিএর জনবল বাড়ছে বলেই অভিযান জোরদার হচ্ছে এমনটি জানিয়ে মন্ত্রী বলেন, চট্টগ্রামে একজন এবং ঢাকায় আরও একজন নারী ম্যাজিস্ট্রেসহ বিআরটিএর ম্যাজিস্ট্রেট সংখ্যা এখন ৭।মহাসড়কে দুর্ঘটনা কমাতে ১৬৫ টি ব্লাক স্পট সংস্কারের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানান মন্ত্রী।আর রাজধানীতে দুর্ঘটনা কমাতে সমন্বিত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে বলেও সাংবাদিকদের জানান ওবায়দুল কাদের।

ভিডিও লিংক:
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: