আব্দুল করিম ,প্যারিস,ফ্রান্স : ফ্রান্সে ভ্রমনরত
চ্যানেল আই ইউরোপের আই ফর ইসলাম - এর জনপ্রিয় উপস্থাপক ও জকিগঞ্জ ওয়েল ফেয়ার
এসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ মাওলানা মো:
আব্দুল কুদ্দুসকে জকিগঞ্জ ঐক্য পরিষদ
ফ্রান্স কর্তৃক প্যারিসে সংবর্ধনা প্রদান করা হয়েছে।শনিবার বিকেলে গার দো নোর্দের
একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনা প্রদান করা হয়। জকিগঞ্জ ঐক্য পরিষদ ফ্রান্সের সভাপতি
আব্দুল মুকিত লস্করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির উদ্দিনের পরিচালনায়
সংবর্ধনা অনুষ্ঠানে পবিত্র কোরান তেলায়াত করেন,আবু তাহির। এ সময় বক্তব্য রাখেন,
সংবর্ধিত অতিথি মাওলানা আব্দুল কুদ্দুছ,আশফাক
রাহাত চৌধুরী,আব্দুল লতিফ,আতিকুর
রহমান, সিদ্দিকুর রহমান নোবেল, জোবায়ের
আহমদ,সোহেল আহমদ,পারভেজ তালুকদার,সালমান আহমদ চৌধুরী,আব্দুল কুদ্দুস ও আব্দুল
হান্নান । অনুষ্ঠানে এ সময় সংবর্ধিত অতিথি মাওলানা আব্দুল কুদ্দুছকে উপহার সামগ্রী
প্রদান করা হয়। পরে দেশ ও উম্মাহর কল্যাণে মোনাজাত করা হয়।
Post A Comment:
0 comments: