ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় যেদিন ঢাকা মেডিকেল কলেজে জন্মগ্রহণ করেন সেদিন প্রথম শেখ হাসিনাকে লাল গোলাপ নিয়ে কে শুভেচ্ছা জানিয়েছিলেন? একথা একটু স্মরণ করতে বললেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সিনিয়র সাংবাদিক শফিক রেহমানের মুক্তির দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন প্রশ্ন রাখেন। ডা. জাফরুল্লাহ বলেন, সরকারের ভালোভাবে জানা উচিত দেশের কিছু মানুষকে বোকা বানানো যায় কিন্তু সব মানুষকে এক সাথে বোকা বানানো যায় না। মানুষ ফুসছে কিন্তু কথা বলতে পারছে না। ডা. জাফরুল্লাহ বলেন, বাংলাদেশে রাজকোষ চুরির কেলেঙ্কারী ভিন্নখাতে প্রবাহিত করতে, দেশের জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে।
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: