পঞ্চগড়: সদর উপজেলার ময়নাগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দেলোয়ার হোসেন (৩২) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার দুপুর আড়াইটায় উপজেলার সাতমেরা এলাকার ময়নাগুড়ি সীমান্তে এই ঘটনা ঘটে। আহত দেলোয়ারকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দেলোয়ারের বাবার নাম ইউসুফ আলী। সাতমেরা ইউনিয়নের খেকিপাড়া এলাকায় তাদের বাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানান, দোলেয়ার আজ দুপুরে ময়নাগুরি সীমান্ত এলাকার করতোয়া নদীতে রোপণ করা বোরো ধান কাটছিলেন। এ সময় হঠাৎ ভারতের ব্রাহ্মণ বাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা দোলোয়ারকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার বাম ঊরুতে তা বিদ্ধ হলে গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি আহত ব্যক্তিকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। বিজিবির মাধ্যমে খবর নেওয়া হচ্ছে। কী কারণে তারা গুলি করেছে, নাকি রাবার বুলেট ছুড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। 
Axact

Jonoprio

জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।.

Post A Comment:

0 comments: