আব্দুল
করিম(প্যারিস)ফ্রান্স
: জাতিসংঘের
শিক্ষা,বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কোতে ১০দিন ব্যাপী চিত্র প্রদর্শনী
শুরু হয়েছে। ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ
প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে
উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ইউনেস্কো ডিরেক্টিস জেনারেল ইরিনা বাকুবা।এ বছর প্রতিপাদ্য
বিষয় ছিল সাসটেনেবল ডেভেলপমেন্ট উইমেন ভূমিকা।চিত্র প্রদর্শনীতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয়
অঞ্চলের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের চিত্রশিল্পী মাকসুদা ইকবাল
নীপা ও মোহাম্মদ
ইকবাল। প্রদর্শনীতে তাদের কয়েকটি শিল্প কর্ম স্থান পেয়েছে। চিত্র প্রদর্শনীর উদ্ভোধনী
বক্তব্যে ইউনেস্কো ডিরেক্টিস জেনারেল ইরিনা বাকুবা নারীর অর্জন, নারীর সম অধিকার ও
অগ্রগতির নিশ্চয়তা প্রদানে ইউনেস্কোর ধারাবাহিক সহায়তা তুলে ধরেন। সেই সাথে তিনি
বাংলাদেশে
নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন। ফ্রান্সে নিযুক্ত
বাংলাদেশ রাষ্ট্রদূত ও ইউনেস্কোর স্থায়ী বাংলাদেশ প্রতিনিধি এম শহিদুল ইসলাম বিশ্বের
বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিবিদদের সাথে বাংলাদেশের শিল্পিদ্বয়কে পরিচিত করে
দেন ও নারীদের উন্নয়নে বাংলাদেশ সরকারের অগ্রনি ভুমিকা তুলে ধরেন। এবারের এ প্রদর্শনীতে
বাংলাদেশ ছাড়াও আরমেনিয়া ,বাহরাইন,কিউবা,ডমিনিকান রিপাবলিক,টগো,তুর্কি , এবং ইউক্রেনের
চিত্র শিল্পীরা অংশগ্রহণ করে। আগামী ১৮ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল
৫টা পর্যন্ত জনসাধারণের জন্য প্রদর্শনী খোলা থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন