সেলিম আলম,মাদ্রিদ : সারা বিশ্বে
ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম বাংলা ভাষা লালন ও বিদেশীদের কাছে
উপস্থাপনের মাধ্যমে এর প্রসার ঘটাবে আর সে জন্য তাদেরকে তৈরী
করার
দায়িত্ব আমাদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রেটার সিলেট আসোসিয়েসন
স্পেনের নেতৃবৃন্দ এ কথা বলেন। গত ২৩শে ফেব্ররুয়ারী মাদ্রিদের স্থানীয়
এক রেষ্টুরেন্টে ভাষা শহীদদের সন্মানে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয় ।
সঙ্ঘটনের ভারপ্রাপ্ত সভাপতি
সুহেল আহমদ সামসুর সভাপতিত্তে এবং যোগ্ন সাধারন
সম্পাদক দবির তালুকদার ও আবু জাফর রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
এসোসিয়েসনের সভাপতি আল মামুন, বাংলাদেশ এসোসিয়েসনের সাধারন সম্পাদক
কাম্রুজ্জামান সুন্দর, উপদেষ্টা লুতফুর রহমান, আব্দুল কাইয়ুম মাসুক ,আব্দুর রহমান , রমিজ উদ্দিন, বকুল খান, ফরহাদ আহমেদ, চায়াদ মিয়া, হাফিজ মিসবাহ উদ্দিন, হুমায়ুন কবির রিগ্যান,
ছানুর মিয়া ছাদ প্রমুখ। অনুষ্টান শেষে শহীদ দের রুহের মাগফেরাত
কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন