আব্দুল করিম,(প্যারিস),ফ্রান্স : স্বল্প মূল্যে দেশীয় পন্যের সমাহার
ও হালাল খাবার সামগ্রী পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে প্যারিসের বাংলাদেশী অধ্যুষিত লা
প্লেইন সাইন্ট দেনিশে জাহান ক্যাশ
এন্ড ক্যারি,র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।২ফেব্রুয়ারী
মঙ্গলবার বিকেলে এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ফিতা কেটে উদ্বোধন করা হয়। বর্ণিল আয়োজনে
বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্হিতিতে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক জুনেদ আহমদ। কবি রুবেল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের কমার্শিয়াল
কাউন্সিলর ফিরোজ উদ্দিন। বক্তব্য রাখেন,ফ্রান্স বিএনপি সভাপতি সাইফুর রহমান,সাধারন
সম্পাদ্ক এম এ তাহের ,বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,সিলেট
বিভাগ সমাজ কল্যাণ সমিতির উপদেষ্ঠা সুনাম উদ্দিন খালিক,ফ্রান্স বিএনপি সাংগঠনিক সম্পাদক
খান জালাল,ইলিয়াছ মুক্তি পরিষদ ফ্রান্সের সভাপতি মফিজ আলী ,ফেঞ্চুগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের
সভাপতি খসরুজ্জামান। এ সময় বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলার ফিরোজ উদ্দিন
বলেন, ফ্রান্সে বাংলাদেশীদের ব্যবসা ক্ষেত্র দিন দিন প্রসার হচ্ছে। এটা আশাব্যঞ্জক।
এতে করে বাংলাদেশীদের কর্মস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। ফলে একদিকে যেমন প্রবাসী বাংলাদেশীরা
তাদের জীবন জীবিকা নির্বাহ করতে সমৃদ্ধি হবে অন্যদিকে বাংলাদেশ সরকারের রেমিটেন্স বৃদ্ধিতে
সহায়ক হবে। বক্তারা অন্যান্য প্রবাসী বাংলাদেশীদের এ রকম ব্যবসা প্রতিষ্ঠান করতে এগিয়ে
আসার আহ্বান জানান।এসময় তিনি জাহান ক্যাশ এন্ড ক্যারির উজ্জল ভবিষ্যত কামনা করেন। অনুষ্ঠানে
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আবু তাহির,নয়ন মামুন,মনোয়ার হোসেন, আলতাব হোসেন, আব্দুর
রাজ্জাক,ফরিদুজ্জামান ফরিদ,মিসবা হোসেন,জাকারিয়া আহমদ,জালাসুজ্জ্বামান জালাস,শ্যামল
দাস সানি,জানু মিয়া,আরিফ হাসান,আব্দুল খালিক, আখতারুজ্জামান আখতার,সেলিম উদ্দিনসহ বিভিন্ন
সংগঠনের নেতারা।পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন