সিলেটের অতিরিক্ত জেলা প্রসাশক
(সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বের একটি অন্যতম
রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। এদেশ এখন আর কোনভাবেই পিছিয়ে নেই। আর্ন্তজাতিক
অঙ্গনে
মাথা উচু করে দাড়াতে আমরা অনেক দূর এগিয়ে এসেছি। দেশের উন্নয়ন, সুনাম আর অর্জনে এগিয়ে যাওয়া বাংলাদেশকে আর কোনভাবেই দাবিয়ে রাখা যাবে
না। সমাজ ও মানুষের মান উন্নয়ন হচ্ছে। আর্ত্মমানবতার কল্যাণে সরকারের পাশাপাশি
রোটারিয়ানরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। এই রোটারীর মাধ্যমেই বাংলাদেশসহ গোটা বিশ্ব
আজ প্রায় পলিওমুক্ত। তাই আগামী দিনের জন্য একটি সুখী-সুন্দর সমাজ বিনির্মানে
রোটারীর মাধ্যমেই কাজের সফলতা অর্জন সম্ভব। তিনি আরো বলেন, বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এখন পঞ্চম আর নারী নেতৃত্বে প্রথম
স্থানে রয়েছে। এই সবকিছুর মূলে রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
সর্বক্ষেত্রেই তার হাত ধরে এদেশ এগিয়ে যাচ্ছে। তাই সকলের আন্তরিকতা ও সম্মিলিত
প্রচেষ্ঠার প্রয়োজন রয়েছে। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল আয়োজিত ভকেশনাল
অ্যাওয়ার্ড এন্ড রোটারী লেট্স রিসিপশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি
একথা গুলো বলেন। গত ৩০জানুয়ারি শনিবার সন্ধ্যায় নগরীর তালতলাস্থ একটি অভিজাত
হোটেলের হল রুমে রোটারী ক্লাব অব সিলেট সেন্টালের উদ্যোগে সাংবাদিক, নারী উদ্যোক্তা, চিকিৎসক, শিক্ষক, ব্যাংকার ও বিভিন্ন অঙ্গনে অবদান
রাখায় অ্যাওয়ার্ডপ্রাপ্ত রোটারিয়ানদের ছেলে-মেয়েদের নিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান
অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোটারিয়ান মো. আব্দুল মুকিত এর সভাপতিত্বে অনুষ্ঠানে
বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারী ইঞ্জিনিয়ার রুহুল আলম, রোটারিয়ান
পিপি আব্দুল খালিক, রোটারিয়ান ড. এম শহিদুল ইসলাম এডভোকেট,
রোটরিয়ান পিপি আফসর উদ্দিন পিএইচএফ, রোটারিয়ান
পিপি মো. এমদাদ হোসাইন আরএফএসএম, রোটারিয়ান পিপি মো.
আব্দুল আলী আরএফএসএম, রোটারিয়ান পিএজি সৈয়দ সুজাত আলী,
রোটারিয়ান পিপি মো. বদরুল হোসাইন, রোটারিয়ান
পিপি মো. আবুল বসর, রোটারিয়ান পিপি মো. তৈয়বুর রহমান
আরএফএসএম, রোটারিয়ান পিপি নাঈম বক্স, রোটরিয়ান পিপি মো. জিয়াউল হক, রোটারিয়ান
সাব্বির আহমদ, রোটারিয়ান শেখ ফরিদ আহমদ আরএফএসএম, রোটারিয়ান অসীমধর্মজিত সিনহা আরএফএসএম, রোটারিয়ান
আফসর উদ্দিন আহমদ পিএইচএফ, রোটারিয়ান নেহাল মোহাম্মদ
হাসনাইন, রোটারিয়ান মোহাম্মদ সামছুদ্দিন পিএইচএফ, রোটারিয়ান তাজুল ইসলাম হাসান, রোটারিয়ান বিকাশ
কান্তি দাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল।
রোটারী আনুগত্য পাঠ করেন রোটারিয়ান আহমেদ রশিদ চৌধুরী। অনুষ্ঠানে অনুভুতি প্রকাশ
করে বক্তব্য রাখেন অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকতায় সিলেট প্রেসক্লাবের সভাপতি
ইকরামুল কবির, নারী উদ্যোক্তায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদের
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, স্বাস্থ্যে
বিজলী রানী দত্ত, শিক্ষায় অঞ্জলী রাণী তালুকদার, ব্যাংকিংয়ে মোহাম্মদ আলী সিদ্দিকী, রোটারী
লেট্স ওহাব ইবনে মুকিত, নাসরিন আলম খান, নূসরাত শারমিন সিদ্দিকী, মোছা. সাঈদা হোসেন,
সাইফুল হক, শাহরিয়ার কবির সৌমিক,
প্রিয়দর্শীনী দাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন