সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার উপজেলায়
সরকারি কোনো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় গড়ে উঠছে না দক্ষ জনশক্তি। এই সুযোগে
উপজেলার আনাচে-কানাচে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান। তারা শিক্ষার্থীদের
কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তবে সংশিষ্টরা এ ব্যাপারে
নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, প্রবাসী অধ্যুষিত এই উপজেলা
থেকে প্রতি বছর বিভিন্ন পাবলিক পরীক্ষায় পাস করা কয়েক হাজার শিক্ষার্থী লেখাপড়া শেষ
করেও বেকারের তালিকা সমৃদ্ধ করছে। বেসরকারি উদ্যোগে স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠার
হিড়িক লক্ষ্য করা গেলেও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান করার উদ্যোগ নেয়া হচ্ছে না। উপজেলায়
মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হলে
শিক্ষিত যুবকরা নিজেরাই কর্মসংস্থান তৈরি করতে পারবেন বলে সচেতনমহল দাবী করছেন। তাই
এখানকার জনগণ সব সময় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সুদীর্ঘ অতীত থেকে দাবি
জানিয়ে এলেও সে দাবি এখনও উপেক্ষিত রয়ে গেছে। এখানে ক্ষমতাসীন দলের মন্ত্রীরা বিভিন্ন
সভা সমাবেশে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান করার ঘোষণা দিলেও কার্যত কোনো উদ্যোগ নেয়া হয়নি।
এ অঞ্চলের জনগোষ্ঠীর কথা চিন্তা করে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণের
জন্য সরকার এবং জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। তাছাড়া বিয়ানীবাজারে
ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা প্রতিষ্ঠান গুলোর মধ্যে একটিরও কারিগরি শিক্ষা বোর্ডের
অনুমোদন নেই। কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েব সাইটেও নেই তাদের নাম।সংশ্লিষ্ট সূত্রে জানা
গেছে, বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রতি বছর পাস করা কয়েক হাজার শিক্ষার্থীদের মধ্যে প্রায়
২০ ভাগ শিক্ষার্থী পরবর্তী উচ্চতর শ্রেণীতে পড়ালেখা করতে পারছে না। এদের অধিকাংশই দারিদ্রতা,
যোগাযোগ সমস্যা ও পারিপার্শ্বিক কারণে মধ্য পথে ঝরে পড়ছে। এদের মধ্যে আবার মেয়েদের
সংখ্যা তুলনামূলক বেশি। ঝরে যাওয়া এসব শিক্ষার্থী কারিগরি শিক্ষায় নিজেদের কর্মক্ষমতা
অর্জন করতে না পারায় তারা পরিবার তথা দেশের বোঝা হয়ে পড়ছেন। অথচ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান
থাকলে প্রশিক্ষণ নিয়ে তারা নিজেরাই আয় ও কর্মসংস্থান সৃষ্টি করতে পারতেন।এবিষয়ে বিয়ানীবাজার
সরকারি কলেজের অধ্যক্ষ দ্রারকেশ চন্দ্র নাথ বলেন, শুধু সাধারণ শিক্ষায় শিক্ষিত হলেই
সমৃদ্ধ দেশ গঠন করা সম্ভব নয়। বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ শিক্ষিত যুবকদের সাধারণ শিক্ষার
পাশাপাশি কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করে তুলতে হবে।এই ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা
নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামান বলেন, বিয়ানীবাজারে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান
করা এখন সময়ের দাবি। দক্ষ জনশক্তি সৃষ্টি করতে হলে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বিকল্প
নেই।
Post Top Ad
Responsive Ads Here
বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫
বিয়ানীবাজারে নেই কারিগরী শিক্ষা প্রতিষ্টান গড়ে উঠছে না দক্ষ জনশক্তি
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন