মাম হিমু : বাংলাদেশের এখন
যে ঘটনা গুলো ঘটছে তা অতীতে কখন ঘটেনি । গুম আওয়মীলীগের সৃষ্ঠি এটা অতীতে ছিল না ।
১৫৩ জন বিনা-ভোটের এমপি যা আগে কখন ঘটে নি ।প্রধানমন্ত্রীর
সোনার ছেলেরা হত্যা, গুম, নারী নির্যাতন, ধর্ষণসহ এমন কোনো জঘন্য
কাজ নেই যে তারা করছে না । তার জন্য প্রধানমন্ত্রীকে পুরস্কার দেওয়া উচিত ।গতকাল প্যারিসের গান্ধীমহলে রেষ্টুরেন্টে ফ্রান্স বিএনপি আয়োজিত
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম একথা
বলেন। ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর
রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ তাহেরর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সহ সভাপতি সাহেদ
আলী, সিরাজ উদ্দীন, শাহজামাল, ইলিয়াছ মুক্তি পরিষদ ফ্রান্সের সভাপতি মুফিজ আলী, ফ্রান্স
বিএনপির সহ সাধারণ সম্পাদক জালাছুজ্জামান জালাছ, জুনেদ আহমদ,অর্থ সম্পাদক সাইফুল ইসলাম,
সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল করীম শামীম সহ আরো অনেক । জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক
এতে কোন সন্দেহ নেই এবং শেখ সাহেবের ও মুক্তিযোদ্ধে অবধান রয়েছে উল্লেখ করে শাহ মোয়াজ্জেম
বলেন, আমি আওয়ামী ঘরনের লোক শেখ সাহেব যখন আওয়ামীলীগ কে তালাচাবী দিয়ে বন্দ করে কবরে
পাঠিয়ে বাকশাল কায়েক করলেন তখন আমি প্রতিবাদ করে দল থেকে বেরিয়ে এসেছিলাম । এ সময় আরো
উপস্থিত ছিলেন শাহীন, আশরাফ আলী মাসুম,মাহবুবুর রহমান বকুল,আবু তাহের,পারভেজ আহমদ,বাবলু,মনোয়ার
হোসেন,ফারুক হোসেন সহ বিএনপির নেতারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন