রনি মোহাম্মদ(লিসবন,পর্তুগাল): গণতন্ত্রকে নিষ্ক্রিয় করে
বর্তমান সরকার দেশকে পুলিশী রাষ্ট্রে পরিনত করেছে_পর্তুগাল বিএনপি। আজ পর্তুগালের রাজধানি
লিসবনের এশিয়া রেস্টুরেন্ট ৭ নভেম্বর রোজ শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে
এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে
পর্তুগাল জাতীয়তাবাদী দল বিএনপি। পর্তুগাল বিএনপির
সিনিয়ার সহসভাপতি নজরুল ইসলাম সিকদার সভাপতিত্বে ও সহসাধারন সম্পাদক আমির সোহেল পরিচালনায়
বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির সহসভাপতি বীর মুক্তিযুদ্ধা কাজী এমদাদ মিয়া, সহসাধারন
সম্পাদক ইউসুফ তালুকদার
পর্তুগাল বিএনপি নেতা সাইফুল ইসলাম শাহীন, সাবেক ছাএদল নেতা
ইঞ্জিনিয়ার আরিফ মোল্লা সহ সভায় বক্তারা বলেন ১৯৭৫ সালের এ দিনে জাতীয় স্বাধীনতা ও
সার্বভৌমত্ব রক্ষায় সৈনিক-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিলেন সকল ষড়যন্ত্র রুখে
দিতে। ৭ নভেম্বরের চেতনা আমাদের
জাতীয় জীবনে প্রেরণার উৎস। সরকার জাতীয়তাবাদী শক্তিকে
ভয় পায় বলেই আজ তারা আমাদের কথা বলার স্বাধীনতা ক্ষুন্ন করেছে। এই দিনটির সাথে জড়িয়ে
আছে বাংলাদেশের মানুষের আবেগ ও প্রতিবাদের প্রতিধ্বনি। পুলিশ আজ জাতীয়তাবাদী দলের নেতকর্মীদেরকে
জিয়া উদ্যানে প্রবেশে বাধা
দেওয়ার মাধ্যমেই প্রমাণিত হয় আওয়ামী লীগ ক্ষমতা টিকিয়ে রাখার
জন্য দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে। পুলিশ বাহিনী তাদের দায়িত্ব থেকে সরে এসে
শুধু বিরোধী দলকে ঠেকাতে ব্যস্ত হয়ে পড়েছে। ৭ নভেম্বর সিপাহী বিপ্লব দিবস। সেই দিন
সিপাহীরা জিয়াউর রহমানের জন্য ব্যারাক থেকে
বেরিয়ে এসেছিলেন, ওই বিপ্লবের সাথে দেশের
জনগণ যোগ দিয়েছিলেন। সেই সময় জাসদের গুপ্তহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে দেশের জনগণ
প্রত্যাখ্যান করেছিল আর মেজর জিয়াকে গ্রহণ করেছিল।এই দিনেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত
হয়েছিল।একদলীয় শাসন ব্যাবস্থার অবসান ঘটিয়ে
শহীদ জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র,
আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছিলেন। তাই এ দিনটি আমাদের কাছে অত্যন্ত
গুরুত্বপূর্ণ। আজকে যারা দেশের উন্নয়নের বড়াই
করেন, এসব কিছুরই অবদান হলো জিয়াউর রহমানের।
অনুষ্টানের শেষে মরহুম শহীদ জিয়াউর রহমান সহ দেশের সুখ-শান্তি এবং সমৃদ্ধি কামনা করে
বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন আমাধরা বাংলাদেশী জামে মসজিদের খতিব মাওঃ হাফেজ
শাহ মীর। এছাড়াও সভায় আরো বক্তব্য রাখেন পর্তুগালর বিএনপি নেতা ব্যবসায় সালা উদ্দিন,পর্তুগাল
বিএনপির সহসভাপতি শাহীদুর জামান লাবু, বিএনপি নেতা আবদুস সালাম,পর্তুগাল বিএনপির ক্রিড়া
সম্পাদক মুকিতুর রহমান সেলিম, সাবেক ছাএদল নেতা সায়েপ আহমেদ,মাহবুব হাসান, তোফাজ্জল
হাসান,মুহিন আহমেদ, সাইফুল হক সহ প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন