রনি মোহাম্মদ (লিসবন,পর্তুগাল): বৃহত্তর
নোয়াখালী জেলার সন্তান জনাব আবু সুফিয়ান, পুলিশ সুপার (গোয়েন্দা বিভাগ,ঢাকা জোন) কে
পর্তুগালের লিসবনে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহত্তর
নোয়াখালী এসোসিয়েশন অব পর্তুগালের
আয়োজনে লিসবনের ফুড ভিলেজ রেষ্টুরেন্টে সংবর্ধনা ও নৈশভোজ সভায় অনুষ্ঠিত হয়। বৃহত্তর
নোয়াখালী জেলার সহ বিভিন্ন প্রবাসীরা এতে যোগ দেন। বৃহত্তর নোয়াখালী এসোসিয়াসান অফ
পর্তুগালের এর সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী হুমায়ুন কবির জাহাঙ্গীর এর সভাপতিত্তে এবং
সহ-সাধারন সম্পাদক নজরুল ইসলাম সুমন সঞ্চালনায় শুরুতে
সফররত জনাব আবু সুফিয়ান কে ফুল
দিয়ে বরণ করেন বৃহত্তর নোয়াখালী এসোসিয়াসান অফ পর্তুগালের নেএী বৃন্দ। উক্ত সংবর্ধনা
শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব আবু সুফিয়ান, বৃহত্তর নোয়াখালী এসোসিয়াসান অফ পর্তুগালের
উপদেষ্টা জনাব নুর নবী, সহ সভাপতি জনাব মিজানুর রহমান মাসুদ, বাংলা টিভির সাংবাদিক
সেলিম উদ্দিন, সোহরব সুমন, রনি মোহাম্মদ, মাইন উদ্দিন। জনাব আবু সুফিয়ান বক্তব্যের
শুরুতে পর্তুগালে বসবাসরত বৃহত্তর নোয়াখালীবাসী সহ সকল প্রবাসীদের কে
ধন্যবাদ জানিয়ে
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। তিনি
বলেন, একজন সাধারণ নাগরিক হয়ে আঞ্চলিকতার টানে ছুটে আসা প্রবাসীদের কাছ থেকে আজ যে
সংবর্ধনা পেলাম হাজার মাইল দুর এসোও প্রবাসীদের ভালোবাসায় আমি ঋণী হয়ে থাকবো এবং প্রবাসীদের
এই ভালোবাসায় আমি মুগ্ধ। তিনি বলেন প্রবাসীদের যে কোনো ধরনের
সুরক্ষা ও দেশে বিনাকারনে
হয়রানির শিকার যেন না হোন সেই বেপারে সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের দলীয় রাজনীতির
উর্ধ্বে এলাকার উন্নয়নে আত্মনিয়োগের আহবান জানান।পরে বৃহত্তর নোয়াখালী এসোসিয়াসান অফ
পর্তুগালের পক্ষ থেকে মিজানুর রহমান মাসুদ, আব্দুল করিম মানিক, জসিম উদ্দিন, মনজুর
হোসাইন জিন্নাহ পুলিশ সুপার জনাব আবু সুফিয়ান বিশেষ ক্রেস্ট এবং উপহার প্রদান করেন।
এছাড়াও উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন বৃহত্তর নোয়াখালী এসোসিয়াসান অফ
পর্তুগালের সিনিয়ার সহ সভাপতি জনাব আবুল কালাম আজাদ,সিনিয়ার সহ-সাধারন সম্পাদক তৌহিদুল
ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম মানিক,জসিম উদ্দিন, মনজুর হোসাইন জিন্নাহ,
এবি সামাদ,তবারক হোসেন তপু, তানভীর, মুজিবুল হক সহ সংগঠনের নেত্রীবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন