ফ্রান্স : পবিত্র আশুরা পালন উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের
অনুসারীদের উদ্যোগে ফ্রান্সের সার্সেলে এক খতমে কুরআন, দালালুল খায়রাত মাহফিল অনুষ্ঠিত
হয় । গত ২ অক্টোবর
সার্সেলে পবিত্র আশুরা উপলক্ষে
আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামায়াত অনুসারীদের মধ্যে বক্তব্য
রাখেন -ক্বারী মীর্জা
শফিকুল ইসলাম, হাফিজ এখলাছুর রহমান রাজু, ক্বারী মোঃ আবু সিদ্দীক আনসারী, মাওলানা মাসুক
আহমদ, মাওলানা নিজাম উদ্দিন।অন্যান্যদের মধ্যে হাফিজ নূরুল আমিন, মাওলানা কাজী আব্দুল
মুহিত, হাফিজ বদরুল আলম মাওলানা আমিনুর রহমান প্রমুখ।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত
ছিলেন- মোঃ আজির উদ্দিন, মুন্না আহমদ, আমিনুর রহমান টিপু প্রমুখ। এ সময় আশুরার গুরুত্ব
ও তাৎপর্য নিয়ে আলোচনায় বক্তারা বলেন পবিত্র আশুরার দিনটি মুসলিম জাহানের কাছে অত্যন্ত
স্মরণীয় এবং হৃদয় বিদারক। কারণ এই দিন ইমাম হোসাইন (রাঃ) নবী কারীম (সাঃ) এর আদর্শ
প্রতিষ্ঠার লক্ষ্যে কারবালার প্রান্তে শহীদ হন। এ সময় তারা আরও বলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার
জন্য শত্রুদের আঘাতে ইমাম হোসাইন (রাঃ) শাহাদাত মুসলিম জাহানের জন্য ত্যাগের মহিমা
স্বরূপ। অবিস্মরণীয় ত্যাগের আদর্শে মহিমান্বিত এই দিনটি প্রতিবছরই আসে অন্যায়
ও অসত্যের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের ডাক নিয়ে। কিন্তু যদি বলিঃ ইমাম হোসাইন (রাঃ)
সময় এবং বর্তমান সময়ের মধ্যে তেমন কোন পার্থক্য আছে বলে। এখনো সেই সেই যুগের মত অন্যায়,
অত্যাচার,, জুলুম, নির্যাতন ক্রমান্বয়ে বেড়ে চলেছে। কিন্তু নেই কোন প্রতিবাদ, নেই কোন
জিহাদের ডাক। অথচ;প্রতিবছরই পবিত্র আশুরা শিক্ষা দিতে আসে ত্যাগের বাণী, অন্যায় ও অসত্যেরর
বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। পরে মিলাদ অনুষ্ঠিত হয়।মিলাদ শেষে বিশ্ব মুসলিমের শান্তি
, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত তবরুক বিতরন করা হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন