বকুল খান,মাদ্রিদ : ১৯৭৫ সালের ৭ই নভেম্বর বাংলাদেশের
জনগন তাদের আত্মপরিচয় খুঁজে পেয়েছে। জাতি বর্ণ ভাষা নির্বিশেষে আমাদের বাংলাদেশী পরিচয়
সেদিনই নির্ধারিত হয়ে গেছে। দেশে ৭২ থেকে ৭৫ পর্যন্ত অবস্থা বিরাজ করছে উল্লেখ করে
তিনি বলেন, এ সংকট উত্তরনে ৭ই
নভেম্বরের চেতনাকে ধারন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
বক্তারা আরও বলেন, ঐতিহাসিক ৭ই নভেম্বর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি মাইল
ফলক। সিপাহী জনতার বিপ্লবের মধ্যদিয়ে সেইদিন বাংলাদেশের ইতিহাসের আরেকটি অধ্যায় রচিত
হয়েছে। সেইদিন বাংলাদেশের আপামর সিপাহী-জনতা বিপ্লবের মাধ্যমে বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা
ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত
করেছিলো বাংলার মানুষ। মূলতঃ এই ৭ই
নভেম্বরের মধ্যদিয়েই বাংলার মানুষ পরাধীনতার শেকল
থেকে মুক্ত হয়েছে। আজ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাড়ানোর পেছনে
যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন সফল রাষ্ট্র নায়ক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ‘ক্ষমতার মোহে অন্ধ হয়ে দেশকে ধ্বংস করবেন না। গণতন্ত্র ব্যাহত
করবেন না। ভোটের অধিকার ফিরিয়ে দিন। নির্বাচন দিলে বিএনপি ৭৫ শতাংশ ভোট পাবে।
সুষ্ঠ ভোট দিয়ে খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা প্রমাণ করুন। জাতীয় বিপ্লব ও সংহতি
দিবস হিসেবে বক্তারা আলোচনা সভায় এসব কথা বলেন। । গত
৯ নভেম্বর মাদ্রিদের বাংলাদেশ এসোসিয়েশন মিলনায়তনে স্পেন বিএনপি'র উদ্যোগে এ
আলোচনা সভার আয়োজন করা হয়। স্পেন বি এন পির আহবায়ক ড: দুলাল আহমেদেরর
সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন লুৎফুরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য
রাখেন,স্পেন বি এন পির সাবেক সভাপতি ও ইউরোপ বি এন পির অন্যতম নেতা খোরশেদ আলম
মজুমদার ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মাসুদুর রহমান নাসিম,মুজাম্মেল হুসেন, সোহেল ভুঁইয়া, কাজী কাসেম,মিজানুর রহমান বিপ্লব, শরিফ মনির , মোখলেছুর রহমান, মোর্শেদ আলম, রমিজ উদ্দিন, বসির উদ্দিন, আবুল কালাম যুবরাজ ,আবু বক্কর , কাজী জসিম, পেয়ার হুসেন , ফখরুল হাসান, আবু জাফর রাসেল, শাওন আহমেদ, হুমায়ুন কবির রিগ্যান, আব্দুল মতিন, খায়ের আহমেদ, হেমায়েত খান প্রমুখ।
ভিডিও দেখতে প্লিজ ক্লিক করুন :
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন