বকুল খান : ২৫ অক্টোবর ইতালি বিএনপির সম্মেলন
কে ঘিরে সকল নেতা করমিদের কাছে একটি জনপ্রিয় ও আলোচিত নাম আব্দুল মান্নান হীরা ।তাঁকে
নিয়া আলোচনা চলছে ইউরোপের সর্বত্র ।দেশ ও জাতীয়
রাজনীতি নিয়ে তার একান্ত কথাগুলো নিচে তুলে ধরা হল..।।
দেশে তীব্র রাজনৈতিক সংকট চলছে বলে দাবি করে
ইতালি বিএনপির তরুন রাজনিতিবিদ আব্দুল মান্নান হীরা আশঙ্কা প্রকাশ করেছেন, এই সংকটের সমাধান না হলে
পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।” ১৫ অক্টোবর ইতালি বিএনপি সম্মেলন প্রসঙ্গে দেয়া একান্ত আলাপকালে এ কথা বলেন তিনি।
হিরা বলেন, “দেশের পরিস্থিতি শান্ত দেখালেও
রাজনৈতিক সংকট চলছে। সরকার এ সংকটের সমাধানের উদ্যোগ না নেয়ায় পরিস্থিতি তীব্র থেকে
তীব্রতর হচ্ছে। হঠাৎ করে প্রলয়ংকরী ঝড় বয়ে যেতে পারে।’ সরকারকে
সর্তক করে দিয়ে বিএনপির তরুন এ নেতা বলেন,
“উটপাখির মতো বালুতে মুখ লুকিয়ে
পার পাওয়া যাবে না। সময় থাকতে সংকটের নিরসন করুন।” সব রাজনৈতিক
দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে বলেন,বিদ্যমান সংকটের সমাধান না করলে বিপর্যয় ঘটবে।
সেই বিপদ আমাদের জাতীয় নিরাপত্তা ও জাতীয় অস্তিত্বের মূল ভিত্তিতে আঘাত করতে পারে।দেশে
এখন ধর্ষণ, হত্যা, খুন, রাহাজানি, শিশু নির্যাতন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে্-
এমন মন্তব্য করে তিনি বলেন, আমাদের দেশ এখন পৈশাচিক রাষ্ট্রে পরিণত হয়েছে।
বিদেশে অর্থ পাচার হচ্ছে অভিযোগ করে আব্দুল মান্নান হীরা বলেন,কানাডায় একটা আবাসিক এলাকার নামই হয়েছে বেগমবাগ। বহু বাংলাদেশি সেখানে বাস করেন।
সেখানে বেগম সাহেবরা আছেন। আর এখানে তাদের সাহেবরা লুটছে, টাকা পাচার করছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন