মোঃ কামরুজ্জামান, ফ্রান্স : ফ্রান্সের প্যারিসে গত ৩রা অক্টোবর ২০১৫ ,শনিবার
এক বাংলাদেশী যুবক অপর এক বাংলাদেশী যুবকের হাতে নির্মম ভাবে খুন হয়েছেন। নিহতের নাম
মোঃ রাকিব সুজন, বাংলাদেশে তার বাড়ি ঢাকার বাড্ডা এলাকায়। প্রত্যক্ষদর্শী তার বন্ধুদের
মাধ্যমে জানা যায়, ঘটনার দিন সুজন প্যারিসের Saint-Denis এলাকায় তার পরিচিত চঞ্চল শেখের বাসায় দাওয়াত খেতে যায়। সেখানে তার অন্যান্য
বন্ধুদের সাথে আমির খান ওরফে বাদশা যায়। সেখানে একটি প্রসঙ্গে সুজন ও আমির খানের মধ্যে
কথা কাটাকাটি হয় । প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়,
কথা কাটাকাটির এক
পর্যায়ে আমির খান সুজনের ঘাড়ে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে,
ঘটনাস্থলেই সুজন মৃত্যুর কোলে ঢলে পরে। পরে উপস্থিত লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে
ঘটনাস্থলেই আমির খানকে আটক করে । সুজন হত্যাকাণ্ডের বিষয়ে প্যারিসের Saint-Denis থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশে
আমির খানের বাড়ি মাদারীপুরের শিবচরে । গতকাল শুক্রবার বাদ জুমা প্যারিসের ওভার
ভিলা মসজিদে (বাংলা মসজিদ)নিহতের
জানাজা অনুষ্ঠিত হয়। দুই তিন দিনের মধ্যে নিহতের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে জানা
গেছে। সুজনের হত্যাকাণ্ডে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে ক্ষোভের
সহিত বলছেন, কতিপয় মানুষের জন্য ফ্রান্সে বাংলাদেশীদের সমস্ত অর্জন
বার বার প্রশ্নবিদ্ধ হচ্ছে। ফ্রান্সে বাংলাদেশীদের হাতে বাংলাদেশী খুনের এটি
দ্বিতীয় ঘটনা ।
Post Top Ad
Responsive Ads Here
শনিবার, ১০ অক্টোবর, ২০১৫
ফ্রান্সের প্যারিসে বাংলাদেশী খুন !
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন