সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারের
কুশিয়ারা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে কয়েকটি স্থাপনা।
এ ধরণের অভিযোগ জানিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে সিলেটের জেলা প্রশাসক বরাবর
আবেদন জানিয়েছেন উপজেলার দুবাগ ইউনিয়নের নদী তীরবর্তী হাজরাপাড়া গ্রামের লোকজন। এভাবে
বালু উত্তোলনের ফলে গ্রামটি নদী ভাঙ্গনের হুমকির মুখে রয়েছে বলে তারা আবেদনে উল্লেখ
করেন। জানা যায়, কুশিয়ারা নদী থেকে সম্প্রতি বালু উত্তোলনের অনুমোদন নেন একই ইউনিয়নের
গজুঁকাটা গ্রামের মিছবাউল হক। অনুমোদন পেয়েই তিনি গ্রামবাসীর প্রবল আপত্তির মুখে ড্রেজার
দিয়ে বালু উত্তোলন শুরু করেন। এতে গ্রামের লোকজন বালু উত্তোলন বন্ধে প্রশাসনের সহযোগীতা
চান। গ্রামটি নদী তীরবর্তী এলাকায় হলেও এখানে বর্ডার গার্ড বাংলাদেশ’র
(বিজিবি) ক্যাম্প, মসজিদ, মন্দির, স্কুলসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। একই এলাকার
বাসিন্দা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি মাওলানা শিব্বির আহমদ বলেন, ড্রেজার
দিয়ে বালু উত্তোলনের ফলে গ্রামটি সত্যিই নদী ভাঙ্গনের হুমকির মুখে। বিষয়টি অনুধাবন
করেই এলাকাবাসীর আবেদনে সুপারিশ করেছি। এদিকে মিছবাউল হক জানান, তিনি বৈধভাবে বালু
উত্তোলন করছেন। তবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনে পানি উন্নয়ন বোর্ডের পৃথক অনুমতির প্রয়োজন
আছে কিনা, তা তার জানা নেই। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মুহা.আসাদুজ্জামান
বলেন, গ্রামবাসীর অনুরোধের প্রেক্ষিতে উত্তেজনা নিরসনে আপাতত বালু উত্তোলন বন্ধে নির্দেশ
দেয়া হয়েছে।
Post Top Ad
Responsive Ads Here
রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
ড্রেজার দিয়ে বালু উত্তোলন বিয়ানীবাজারে ভাঙ্গনের মুখে গ্রামসহ স্থাপনা
Tags
# বৃহত্তর সিলেটের সংবাদ
About JONOPRIO24
বৃহত্তর সিলেটের সংবাদ
Labels:
বৃহত্তর সিলেটের সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন