এনায়েত হোসেন সোহেল ,প্যারিস : ফ্রান্স থেকে ব্যাপক আয়োজন ও
অনারম্ভর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিএনপি চেয়ারপার্সন
বেগম খালেদা জিয়ার ৭০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার জাতীয়তাবাদী
মহিলা দল ফ্রান্স শাখা ও ইলিয়াস মুক্তি পরিষদ পৃথক পৃথক ভাবে বিপুল সংখ্যক নেতা
কর্মীদের উপস্থিতিতে জন্মদিন পালন করে। এ সময় অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়া
মাহফিলের আয়োজন করা হয়। বিকেল ৪ টায় গার দো নোর্দের ক্যাফে প্যারিজিয়ামে ইলিয়াস
মুক্তি পরিষদ ফ্রান্সের সভাপতি মফিজ আলীর সভাপতিত্বে ও কানু মিয়ার পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সভাপতি সৈযদ সাইফুর
রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সহ সভাপতি শাহেদ আলী,সিরাজুর রহমান,মনির খান। প্রধান বক্তা হিসেবে
উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল খান। বক্তব্য রাখেন যুগ্ম
সম্পাদক জুনেদ আহমদ,সাহিত্য বিষয়ক সম্পাদক কবি রুবেল আহমদ,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জামান খান ওমর গাজী,বিগ্ঘান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইলিয়াস মোহাশেদ কাজল,বিএনপি নেতা জালাল আহমদ টিটু ,আনা মিয়া ,নজির আহমদ,রুমেল উদ্দিন,এরশাদ মিয়া,ফরিদুজ্জ্বামান,মনোয়ার হোসেন,ফরিদ মিয়া,আক্তার হোসেন,সাইফুর রহমান,চৌধুরী তুহিন,মুহিব আহমদ,মুজাম্মেল আহমদ,ত্ফায়েল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে
বক্তারা বলেন,দেশ ও জাতি আজ ভয়াবহ সংকটে পড়েছে। দেশে গুম,
খুন, সন্ত্রাস, দখল, মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলীয়
নেতা-কর্মীসহ সাধারণ জনগণকে হয়রানী,গ্রেফতার বাণিজ্য
ক্রমাগত বেড়ে চলেছে। শিশু হত্যা ও নারী নির্যাতন এমন ভয়াবহ আকার ধারণ করেছে যে
মনেই হয় না যে বাংলাদেশস কোন সভ্য দেশে এবং দেশে কোন সরকার আছে। একের পর এক ব্লগার
হত্যার ঘটনা ঘটছে। দেশের কোন নাগরিকই আজ নিরাপদ নয়। এমন কি মায়ের পেটে শিশুও নয়।
অথচ সরকারের দাবী দেশের মানুষ নাকি শান্তিতে আছে। এ থেকে পরিত্রান পেতে হলে বেগম
খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করতে হবে। পরে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কারী মাওলানা শাহিনুর ইসলাম।
এ দিকে বিকেল ৭টায়
প্যারিসের রুই দা রিকুইটতে দেশ মাতা বেগম খালেদা জিয়ার ৭০তম জন্মবার্ষিকী পালন
করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দল ফ্রান্স শাখা। মহিলা দল ফ্রান্স শাখা সভাপতি
মমতাজ আলো,র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা
জেবুন নাহারের পরিচলানায় এসময় বক্তব্য রাখেন মহিলা দলের সিনিয়র সহ সভাপতি রিতু
রহমান,নিপা মান্নান,কামরুন নাহার,লিজা হোসেইনসহ মহিলা দলের নেতাকর্মীরা। এসময় বাংলাদেশ থেকে
টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন,মহিলা দলের কেন্দ্রীয়
সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা এম পি।তিনি বলেন,দেশনেত্রী
খালেদা জিয়া জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক। তার নেতৃত্বেই স্বৈরাচারকে হটিয়ে
ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে। তিনি বেগম জিয়ার সুস্হতা কামনা করেন
এবং গনতন্ত্র রক্ষার আন্দোলনে বেগম জিয়ার পাশে দাড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহবান
জানান। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ঢাকা বিভাগ
এসোশিয়েশন ফ্রান্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনির খান। এ সময় উপস্থিত ছিলেন
মানবাধিকার কর্মী মোস্তাক আহমদ,মাসুম খান,আব্দুল মান্নান। পরে বেগম জিয়ার জন্মদিন উপলক্ষে মহিলাদলের নেতাকর্মীর
উপস্হিতিতে কেক কাটা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন