রনি মোহাম্মদ,পর্তুগাল : পর্তুগাল রাজধনি লিসবনের আমিগোস দো মিনহো হলে পবিত্র মাহে রমজান উপলক্ষে
এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ –পর্তুগাল। রমজানের ফজিলত নিয়ে ইফতার-পূর্ব
এক আলোচনায় সংগঠনের সভাপতি জনাব জহিরুল আলম জসিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শওকত
ওসমানে পরিচালনায় বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা জনাব মাহাবুব
আলম,সহ সভাপতি এম এ খালেক .সিনিয়র যুগ্ন সম্পাদক খন্দকার রফিকুল আলম বাবলু , যুগ্ন
সম্পাদক এ কে রাকিব .সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও সেলিম ,রনি হোসাইন,ইমরান,পারভেজ,ফারুক,মুরাদ,বাদল,দেলোয়ার,জিসান,আলআমিন,আফতাব
সহ সংগঠনের নেত্রীবৃন্দ। বক্তারা পবিত্র মাহে রমজানের সমস্ত মানবজাতির কল্যাণের জন্য
মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন, এবং আওয়ামী লীগে সম্মনিত সদস্য মামুনের রশিদের
আম্মার মৃত্যুতে গবির সমবেদনা জ্ঞাপন করেন। জনাব জহিরুল আলম জসিম ইফতার মাহফিলে উপস্থিত
পর্তুগালের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট করে যোগদান করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন
এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে সবাইকে
আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আলোচনা পর্বের ইতি টানেন।
ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি
ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি সুনাম এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহাফিল
পরিচালনা করেন বায়তুল মোকারম জামে মসজিদের ২য় খতিব হাফেজ মোহাম্মদ হাছান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন