এনায়েত হোসেন সোহেল, প্যারিস
থেকে : সমগ্র দেশব্যাপী বিএনপি নেতা কর্মীদের উপর জুলুম নির্যাতন,গুম, খুন,হয়রানি ও
গণগ্রেফতার এবং অবিলম্বে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যেবর্তী নির্বাচনের
দাবিতে মহিলা দল ফ্রান্স শাখা মানব বন্ধন,প্রতিবাদ সভা
করেছে । গতকাল মঙ্গলবার বিকেলে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দুতাবাসের সামনে এ মানব
বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মহিলা দল ফ্রান্সের সভানেত্রী মমতাজ আলোর
সভাপতিত্বে ও ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হাসানের পরিচালনায় এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স বিএনপির
উপদেষ্ঠা সিরাজুল ইসলাম মিয়া। বক্তব্য রাখেন, ফ্রান্স
বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাইউম সরকার, মোহাম্মদ
রেজাউল করিম, মহিলা দলের ফ্রান্সের সাধারণ সম্পাদিকা
জেবুন নাহার,মহিলা দলনেত্রী ঋতু রহমান,খুশি রহমান,ফ্রান্স যুবদলের সহ সভাপতি নাসিম
আহমদ,ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক সালা উদ্দিন বালা,খোরশেদ মাতব্বর,গোলাম রসুল রুবেল,মোজাম্মেল হক ,কবির হোসেন,সাজ্জাদ রিপন,ও ফাহিম আহমদ প্রমুখ। প্রতিবাদ
সভায় বক্তারা বলেন,একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে
প্রকাশ্য দিবালোকে বিরোধী দলের নেতা কর্মীদের উপর একের পর এক ঘৃণ্য কাজে ইন্ধন
যুগিয়ে সরকার সন্ত্রাসবাদ ও নৈরাজ্যকে জাতীয়করণ করছে, যা
কোনোভাবেই কাম্য নয়। তারা বলেন, গত ৫ জানুয়ারির তামাশার
নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলে রাখার পর থেকে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে
ব্যর্থ এই সরকরের কর্মকান্ড ইতোমধ্যেই সহ্যের সীমা অতিক্রম করেছে। সরকারের
শুভবুদ্ধির উদয় হবে আশা প্রকাশ করে বক্তারা আরো বলেন, “লক্ষ প্রাণের
বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ নিয়ে এমন ছেলেখেলা কারোর জন্যই মঙ্গলময় হবে না।
তাই এ সকল অপকর্ম বাদ দিয়ে অবিলম্বে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের
ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান। পরে নেতৃবৃন্দ ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ
দুতাবাস কর্মকর্তা হজরত আলীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
Post Top Ad
Responsive Ads Here
বুধবার, ১৭ জুন, ২০১৫
ফ্রান্সে বাংলাদেশ দুতাবাসের সামনে মহিলা দলের মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ
Tags
# কমিউনিটির সংবাদ
About JONOPRIO24
কমিউনিটির সংবাদ
Labels:
কমিউনিটির সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন