সুফিয়ান
বিন হোসাইন,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার পৌরশহরের ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর একটি
গ্রাম “কসবা”। যুগ যুগ ধরে এই গ্রামে অনেক জ্ঞানী-গুণী, মনিষী-পন্ডিত ব্যক্তিত্বের জন্ম
হয়েছে। যারা নিজ নিজ গুণাবলী দিয়ে দেশ ও বিদেশে সুনাম কুড়িয়েছেন। বিশ্বের দরবারে
প্রতিষ্টিত করেছেন নিজেদের ও নিজ গ্রামকে। এরকমই একজন ব্যক্তিত্ব বর্তমান সরকারের
সফল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি। যিনি তার কর্মগুণে ও স্বজ্জন ব্যক্তি
হিসেবে দলমত নির্বিশেষে সবার কাছে সমাদৃত। আজ বুধবার সকাল ১০টায় তিনি তার
বাল্যকালের পাঠশালা ২০০৩ সালের দেশ সেরা
বিদ্যালয়ের পুরষ্কারপ্রাপ্ত কসবা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন একটি ভবন
উদ্ভোধন করতে আসেন। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বর্তমান সরকারের সফল শিক্ষামন্ত্রী
নাহিদকে কাছে পেয়ে আনন্দ ও উচ্ছাসে ফেটে পড়ে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা সাথে
আবাল বৃদ্ধ বণিতা। বিদ্যালয়ে আসার পর শিক্ষামন্ত্রী অনেকক্ষণ বিদ্যালয়ের
শিক্ষার্থীদের সাথে সময় কাঁটান। কুশল বিনিময় করেন গ্রামের মুরুব্বীদের সাথে। এরপর
নতুন নির্মিত ভবন উদ্বোধন শেষে বিদ্যালয় প্রঙ্গনে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের
সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী । তিনি বলেন, আমি এই
বিদ্যালয়ের ছাত্র । বর্তমানে শিক্ষা অর্জনে যে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে- আমাদের
সময়ে তা ছিল না। অনেক প্রতিকুলতা থাকলেও স্কুলে স্বাচ্ছ্যন্দে সময় কেটেছে। কিন্তু
রাজনৈতিকভাবে অপরিপক্ক সিদ্ধান্তের কারণে আজ আমাদের ছেলে মেয়েরা বিদ্যালয়ে ও
পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে ঝুঁকি নিয়ে। এরকম অস্থিতিশীল অবস্থা থেকে আমাদের বেরিয়ে
আসতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে ফেলে রাজনৈতিক স্বার্থ হাসিল সম্ভব
নয় উল্লেখ্য করে মন্ত্রী বলেন, অবরোধ-হরতাল প্রত্যাহারে একজন মানুষ হিসাবে আল্লাহর দোহাই দিয়েছি, অনেক
মিনতি করেছি। কিন্তু আমাদের আহবান প্রত্যাখান করে বার বার হরতাল বর্ধিত করা হলো।
আমাদের সন্তানদের ভবিষ্যত যারা জিম্মি করতে চায় তাদের প্রতিরোধ করুন তাদের
প্রত্যাখান করুন।
বিদ্যালয়ের
পরিচালনা পরির্ষদের সভাপতি হারুনুর রশিদ দিপু’র সভাপতিত্বে এবং গোলাবশাহ কিশোর
সংঘের শিক্ষা সম্পাদক ছিদ্দিকুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, ভাইস
চেয়ারম্যান মাওলানা মুফতি শিব্বির আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল
ইসলাম চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন আহাম্মদ, উপজেলা
প্রকৌশলী রামেন্দ্র হোম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাসিব মনিয়া, মুক্তিযোদ্ধা
আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রীর একান্ত সহকারী সচিব দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল। বিদ্যালয়ের
প্রধান শিক্ষক আব্দুল মান্নানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কসবা বালিকা উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান,গোলাবশাহ সমাজ কল্যাণ সমিতির
সভাপতি রফিক উদ্দিন তোতা,
সাধারণ সম্পাদক নজরুল হোসেন, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান
হেলাল, মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, মুক্তিযোদ্ধা
সংসদের ডেপুটি কমান্ডার নুরুল ইসলাম, ইসলাম উদ্দিন রেফারী, উপজেলা আওয়ামীলীগ নেতা আহমদ হোসেন বাবুল,আব্দুল
মালিক,আজাদ উদ্দিন,
সালেহ আহমদ বাবুল,গৌছ উদ্দিন খাঁন, তাঁজ
উদ্দিন, পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আবু আহমেদ সাহেদ, কসবা
বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লাইলী বেগম, শাহিদুর রহমান শাহিন, কসবা
আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাজিম উদ্দিন, আবু
তাহের, লাইলী বেগম, ফাতিমা বেগম,
রওশনারা বেগম, ও নাসরিন বেগম,গোলাবশাহ
কিশোর সংঘের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নোমান, আব্দুল আমিন, সাবেক
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুয়েল,মারুফ আহমদ, বর্তমান
সভাপতি আফজাল হোসেন সাজু,
সহ সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ, সহ
শিক্ষা সম্পাদক বদরুল ইসলাম, সাহিত্য সম্পাদক জায়েদ আহমদ নয়ন, প্রচার
সম্পাদক মিনহাজ হোসেন,
সহ সমাজসেবা সম্পাদক জহিরুল হক সুয়েব প্রমুখ। এরপর
শিক্ষামন্ত্রী নাহিদ উপজেলার সওদাখাল-দেউলগ্রাম রাস্তা এবং
রামদাবাজার-রায়খাইল-গদারবাজার-সুরমা ডাইক রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন