ঢাকা: ওয়াত পা লুয়াং তা
বুয়া বা ব্যাঘ্রমন্দির। থাইল্যান্ডের কাঞ্চনবুড়ি প্রদেশের এক বৌদ্ধ মন্দিরে
স্বাধীনভাবে ঘুরাফেরা করে রয়েল বেঙ্গল টাইগার। সেখানে দর্শনার্থী ও পর্যটকরা ইচ্ছে
মতো এসব হিংস্র প্রাণীর সঙ্গে খাতির করেন, ছবি তোলেন। শতাধিক বাঘ আছে এখানে।
এগুলোর দেখাশুনা করেন ওই মন্দিরের ভিক্ষু।
লুয়াংতা
মাহাবুয়া বুদ্ধমন্দির কম্পাউন্ডে গত বৃহস্পতিবার বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তারা
অভিযান চালিয়েছিলেন। কিন্তু সেখানে তারা কোনো অপরাধ খুঁজে পাননি। এখানে বাঘগুলোকে
অত্যন্ত আদরযত্মে রাখা হয়েছে। মনে যেন এসব পোষা বিড়াল!
Post A Comment:
0 comments: