জনপ্রিয় ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির তিন নেতার বিরুদ্ধে
আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে
ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করা হয়। মেট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে এই মামলাটি দায়ের করা হয়েছে। নিজে বাদী
মামলাটি দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। লাগাতার অবরোধ ও হরতালে
নাশকতার মাধ্যমে ৪২ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। আদালত মামলাটি
আমলে নিয়েছেন। তবে মামলার শুনানি পরে হবে বলে আদালত সূত্রে জানা গেছে। মামলার
এজাহারে উল্লেখ করা হয়েছে, বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে ৫ জানুয়ারি বিকেল ৫টায় সারাদেশে
শান্তিপূর্ণ অবরোধ পালনের ঘোষণা দেন এবং এরপর দফায় দফায় হরতালের আহ্বান করেন। এ
কর্মসূচির ঘোষণার পর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে অগ্নিদগ্ধ হয়ে ৪২ মারা
গেছেন এবং সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
ছাড়াও মামলা হয়েছে-রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড.
এমাজউদ্দিন আহম্মেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক
পররাষ্ট্রসচিব কারারুদ্ধ শমসের মবিন চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল
ইসলাম মিয়ার নামে। বাদী পক্ষের আইনজীবী রওশন আরা সিকদার ডেইজি জানান, দণ্ডবিধি ৩০২, ১০৯ ও ১২০ (বি) ধারায় এই
মামলাটি দায়ের করা হয়েছে।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০১৫
হুকুমের আসামি করে খালেদা জিয়া ও তিন জনের নামে মামলা
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন