জনপ্রিয় ডেস্ক : প্রেমিকা ইরিনা
শায়াকের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর। নিউ
ইয়র্ক পোস্ট পত্রিকাকে রুশ মডেল ইরিনার প্রতিনিধি বিষয়টি জানিয়েছেন।

এই গুঞ্জনের প্রতিক্রিয়ায় তখন ইরিনার জনসংযোগ কোম্পানি জানিয়েছিল, ব্যস্ততার জন্য জুরিখে যেতে পারেননি এই সুপার মডেল। এখন নিউ ইয়র্ক পোস্ট পত্রিকায় তার প্রতিনিধি ছাড়াছাড়ির খবরটি দেন।
ঠিক কী কারণে দুজনের ছাড়াছাড়ি হয়, এটা অবশ্য বলেননি তার ইরিনার এজেন্ট। তবে কয়েকটি
সংবাদমাধ্যমে খবর অনুযায়ী, রোনালদোর মায়ের
সঙ্গে ঠিক বনিবনা হচ্ছিল না ইরিনার।
ইরিনার সঙ্গে বড়দিনের ছুটি কাটানো
রোনালদো চেয়েছিলেন তার মায়ের জন্মদিনটা পর্তুগালে নিজের শহর মাদেইরাতে কাটাতে।
কিন্তু ইরিনা এতে রাজি হননি। সেখান থেকেই নাকি দুজনের সম্পর্কে চিড় ধরতে শুরু করে।
ইরিনার এজেন্ট অবশ্য তার সঙ্গে রোনালদোর পরিবারের কোনো ধরণের ঝামেলা হওয়ার বিষয়টি
অস্বীকার করেছেন। “সম্পর্কের
পুরোটা সময় জুড়ে রোনালদোর পরিবারের খুব ঘনিষ্ঠ ছিলেন তিনি। ইরিনা ও রোনালদোর
পরিবার নিয়ে নেতিবাচক সব গুঞ্জন মিথ্যা এবং এটা ছাড়াছাড়ির কারণ নয়। এই মুহূর্তে
ইরিনার কিছু বলার নেই।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন