জনপ্রিয় ডেস্ক : বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের মরণোত্তর বিচার, শাস্তি ও ফাঁসির দাবি জানিয়েছেন বিএনপি
চেয়ারপারসনের বিশেষ উপদেষ্টা এবং দলটির বৈদেশিক দূত জাহিদ এফ সরদার সাদী। ২
জানুয়ারি ১৯৭৫ সালে বন্দী অবস্থায় সিরাজ সিকদারকে হত্যার দায়ে তিনি এ দাবি
জানিয়েছেন।
জাহিদ
এফ সরদার সাদী সিরাজ সিকদারের নিকটতম আত্মীয় বলে এক লিখিত বিবৃতিতে জানান। লিখিত
বিবৃতিতে সাদী বলেন,
‘আমি জাহিদ এফ সরদার সাদী বাংলাদেশ সত্যের শক্তির পক্ষ থেকে,
বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা সন্তানদের
তথা সর্ব জনসাধারণের পক্ষ থেকে স্বাধীনতা বিরোধী, খুনি,
একদলীয় (বাকশাল) শাসক, শেখ মুজিবুর
রহমানের মরণোত্তর বিচার চাই, শাস্তি চাই, মরণোত্তর ফাঁসি চাই।’ তিনি বলেন, ‘পৃথিবীর
ইতিহাসে গণতন্ত্র প্রথম বিপ্লব হয়েছিল ইংল্যান্ডে, তারপর
একে একে ছড়িয়ে পরে গোটা পৃথিবীতে। সূচনাটা ভালোই ছিল কিন্তু রাজতন্ত্রের ক্ষমতা
লোপ করে নিজেই ক্ষমতার অপব্যবহার করে একজন স্বৈরাচারী হয়েছিলেন। ঠিক আমাদের দেশেও
তাই ঘটেছিল এবং এখনো তাই ঘটে যাচ্ছে। তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না। আইনের শাসন
একদিন প্রতিষ্ঠা হবেই হবে।’ তিনি আরো বলেন, ‘ইতিহাস
সাক্ষ্য দেয় ইংল্যান্ডের ক্রমওয়েল রাজতন্ত্রের ক্ষমতা লোপ করে নিজেই ক্ষমতার
অপব্যবহার করে একজন স্বৈরাচারী হয়েছিলেন। কিন্তু ইংল্যান্ডের গণতান্ত্রিক জনতা
তাকে ক্ষমা করেনি। দেশের প্রচলিত আইনে তার বিচার হয়েছিল মৃত্যুর পর। এই বিচার
প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল এবং তার ফাঁসি হয়েছিল। কবর থেকে তার হাড়গোড় তুলে
ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছিল। এটাই হলো আইনের শাসন।’
উল্লেখ্য, এর আগে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’ বলে আখ্যা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে
দেশে-বিদেশে শুরু হয় সমালোচনার ঝড়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন