জনপ্রিয় ডেস্ক : ব্রিটেনের
বাংলাদেশি কমিউনিটিতে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ এনে বিএনপির সিনিয়র ভাইস
চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ব্রিটিশ হোম সেক্রেটারি বরাবরে একটি অভিযোগপত্র
দাখিল করেছে আওয়ামী আইনজীবী পরিষদ, যুক্তরাজ্য শাখা। বুধবার (৭
জানুয়ারি) স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় কেন্দ্রীয় লন্ডনের মারশাম স্ট্রিটস্থ হোম
অফিস ভবনে গিয়ে অভিযোগপত্রটি দাখিল করা হয়।সংগঠনের সভাপতি ব্যারিস্টার মহিউদ্দিন
আহমেদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার অনুকুল তালুকদার ডাল্টন,
ব্যারিস্টার শওগাতুল আনোয়ার, খান,
অ্যাডভোকেট হাফিজুর রহমান, ব্যারিস্টার
এনামুল হক ও অ্যাডভোকেট মুমিন আলী এ অভিযোগপত্র দাখিল করেন। হোম অফিস কর্মকর্তা
জর্জ সি স্মীথ অভিযোগ পত্র গ্রহন করে তা যথাযথ কর্তৃপতক্ষ বরাবরে প্রেরণের আশ্বাস
দিয়েছেন আইনজীবি পরিষদ নেতৃবৃন্দকে। অভিযোগপত্রে
তারেককে বাংলাদেশের ‘সহিংস রাজনীতির প্রতীক’ মন্তব্য করে বলা হয়, সাম্প্রতিক সময়ে লন্ডনে
বিভিন্ন সভা-সমাবেশ আয়োজনের মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে বসবাসরত
বাংলাদেশি কমিউনিটির মধ্যে সংঘাত ও সহিংসতা উস্কে দিচ্ছেন তারেক। অভিযোগে
বলা হয়, ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির প্রায় ৬৫ শতাংশ মানুষ
লন্ডনে বসবাস করেন, যাদের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক দল
আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতসহ অন্যান্য সংগঠনের অনেক
সমর্থক রয়েছেন। তারেক রহমান বিভিন্ন সমাবেশে আওয়ামী লীগ ও বাংলাদেশের
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য
দিয়ে তাদের ওপর সহিংস আক্রমণে বিএনপি ও জামায়াত কর্মীদের উৎসাহিত করছেন যা
কমিউনিটিতে শান্তি বিনষ্ট করছে।
অভিযোগপত্রে তারেককে একজন ‘ক্ষতিকর চরিত্র’ এবং বাংলাদেশে বিরোধীপক্ষের ওপর বিভিন্ন হামলার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ রয়েছে মন্তব্য করে বলা হয়, সাম্প্রতিক সময়ে ব্রিটেনেও বিরোধীপক্ষের ওপর এ ধরনের সহিংসতা শুরু করেছেন তিনি। এ বিষয়ে উদাহরণস্বরূপ সম্প্রতি পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কস্থ শহীদ মিনারে যুব মহিলা লীগের ওপর বিএনপি কর্মীদের হামলার কথা উল্লেখ করা হয়।
অভিযোগপত্রে তারেককে একজন ‘ক্ষতিকর চরিত্র’ এবং বাংলাদেশে বিরোধীপক্ষের ওপর বিভিন্ন হামলার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ রয়েছে মন্তব্য করে বলা হয়, সাম্প্রতিক সময়ে ব্রিটেনেও বিরোধীপক্ষের ওপর এ ধরনের সহিংসতা শুরু করেছেন তিনি। এ বিষয়ে উদাহরণস্বরূপ সম্প্রতি পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কস্থ শহীদ মিনারে যুব মহিলা লীগের ওপর বিএনপি কর্মীদের হামলার কথা উল্লেখ করা হয়।
আবেদনে কমিউনিটি’র শান্তি বিনষ্ট করে এমন উস্কানিমূলক তৎপরতা থেকে তারেক রহমানকে বিরত রাখতে হোম সেক্রেটারির পদক্ষেপ কামনা করে বলা হয়, কমিউনিটির শান্তি বিনষ্ট করে এমন উস্কানিমূলক কর্মকাণ্ড ইমিগ্রেশন আইন অনুযায়ী ব্রিটেনে বসবাসে হোম অফিসকে দেওয়া শর্ত ভঙ্গের শামিল। আবেদনে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান টিকিয়ে রাখতে তারেক রহমানকে সহিংসতা উস্কে দেয় এমন উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয় হোম সেক্রেটারির প্রতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন