জনপ্রিয় ডেস্ক: ৫
জানুয়ারি রাজনৈতিক উত্তাপের মধ্যে অবরুদ্ধ খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বোনসহ
বেশ কয়েকজন স্বজন। গত শনিবার রাত থেকে নিজের গুলশান কার্যালয়ে থাকা
বিএনপি চেয়ারপারসন বুধবার সন্ধ্যা থেকে প্রায় মধ্য রাত পর্যন্ত পরিবারের সদস্যদের
সঙ্গেই সময় কাটিয়েছেন।
সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের ওই
কার্যালয়ে ঢোকেন খালেদার সেজ বোন সেলিমা ইসলাম। এরপর রাত সাড়ে ৯টায় যান ছেলে তারেক
রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দু ও তার স্বামী
অবসরপ্রাপ্ত কমোডর শফিক-উজ্জামান। এরা সবাই রাত সাড়ে ১১টার দিকে
চলে যান। এছাড়া খালেদার ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা প্রতিদিনই
এসে কিছু সময় কাটিয়ে যাচ্ছেন সেখানে। কার্যালয়ে উপস্থিত বিএনপির এক
নেতা বলেন, পেপার স্প্রের প্রতিক্রিয়ায় কিছুটা অসুস্থ জিয়া রাতে স্বজনদের সঙ্গে
কথা বলেন অনেকক্ষণ। রাতের খাবারও খেয়েছেন তাদের নিয়ে।
খালেদার রাতের খাবার ছিল সাদা
ভাত, ঝোলসহ মুরগির মাংস, সবজি ও ডাল। তারেক রহমানের
শ্বশুড়বাড়ি থেকে এই খাবার এসেছে। বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব
মারুফ কামাল খান বলেছেন,
অসুস্থ বিএনপি চেয়ারপারসনের অবস্থা অপরিবর্তিত আছে। “চোখ থেকে পানি পড়া ও কাশি কমেনি। প্রচণ্ড শ্বাস কষ্ট হচ্ছে। সেজন্য
চিকিৎসকদের পরামর্শে নেবুলাইজার নিচ্ছেন তিনি।” খালেদার ওই
কার্যালয় ঘিরে এখনও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। প্রধান ফটকে পুলিশ
বাইরে থেকে তালাও দিয়ে রেখেছে। কাউকে ঢুকতে হলে পুলিশ কর্মকর্তাদের অনুমতি নিয়ে
ঢুকতে হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন