জনপ্রিয়
ডেস্ক :
২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ নিয়ে সরকার ও ব্যবসায়ীরা পাল্টাপাল্টি বক্তব্য
দিচ্ছেন। সরকারের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করা হলেও চলমান
অবরোধ নিয়ে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করেছেন শীর্ষ ব্যবসায়ীরা।অবরোধে
ক্ষয়-ক্ষতির খতিয়ানও তুলে ধরতে ইতিমধ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সংবাদ
সম্মেলন করেছে। একই ইস্যুতে দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর
নেতৃবৃন্দ প্রেসব্রিফিং করেছেন। সাংবাদিকদের তারা তাদের উদ্বেগের কথা জানিয়ে
বিরোধী জোটের অবরোধে প্রতিদিন দুই হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে বলেও দাবি করেছেন।নাম
প্রকাশ না করে একজন ব্যবসায়ী জানান, অবরোধে যে ক্ষতি হচ্ছে সরকার তা
কোনভাবেই স্বীকার করবে না। এটা কোন সরকারই স্বীকার করেন না। তিনি বলেন, যারা ক্ষমতায় থাকেন তারা শত সমস্যার মধ্যেও দেশ ভালোভাবে চলছে বলে দাবি
করেন।এদিকে অবরোধে ব্যাপক ক্ষয়-ক্ষতি হচ্ছে বলে মনে করেন জাতীয় সংসদের বিরোধীদলীয়
নেতা রওশন এরশাদ। তিনি এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ইতিমধ্যে বিবৃতিও দিয়েছেন।
তার বিবৃতিতে তিনি চলমান অবরোধে অর্থনীতির প্রতিটি সেক্টরে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে
উল্লেখ করেন।অপরদিকে সরকারের মন্ত্রীরা প্রতিনিয়ত বলে যাচ্ছেন বিরোধী জোটের অবরোধ
জনগণ প্রত্যাখ্যান করেছে। জনজীবন স্বাভাবিক আছে বলেও মন্ত্রীরা দাবি করে যাচ্ছেন।
গত ৭ জানুয়ারি আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে দলটির যুগ্ম মহাসচিব
মাহবুব-উল-আলম হানিফ দাবি করেছেন, জনগণ অবরোধ প্রত্যাখ্যান
করেছে। ১১ জানুয়ারি বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন দলীয় এক সভায়
বলেছেন, অবরোধ কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ
হয়েছে বিরোধী জোট। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন
চৌধুরী মায়া রাজধানীতে এক সভায় বলেছেন, অবরোধ প্রত্যাখান
করেছে সাধারণ মানুষ। নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী
তোফায়েল আহমেদও দাবি করেছেন দেশ চলছে স্বাভাবিকভাবে।অন্যদিকে সাধারণ মানুষ অবরোধের
কারণে অতঙ্কে রয়েছে। তারা বলছেন, সরকার পুলিশের
নিরাপত্তায় রাজধানীতে স্বল্প সংখ্যক যানবাহন চালানোর চেষ্টা করছে। কিছু ক্ষেত্রে পরিবহন
মালিকদেরকে বাধ্য করা হলেও ঢাকা পরিণত হয়েছে আতঙ্কের শহরে। প্রতিদিনই রাজধানীর কোন
না কোন স্থানে যানবাহনে আগুন দেয়া হচ্ছে। বিচারালয়ে বোমা পাওয়া যাচ্ছে। যেখানে
সেখানে ককটেল বিস্ফোরণ হচ্ছে। এতো সব কিছুর পরও জনজীবন স্বাভাবিক বলে দাবি করার
কোন যুক্তি নেই বলেও মনে করেন সাধারণ মানুষ।বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচির কারণে বিপাকে পড়েছেন সাধারণ
মানুষ। বিপর্যয়ের মধ্যে পড়েছে অর্থনীতি। অতঙ্কের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন
না শিক্ষক ও শিক্ষার্থীরা। এ পরিস্থিতির উত্তরণ চান বিশ্লেষকগণ।এদিকে খোঁজ নিয়ে
জানা গেছে, অবরোধে ঢাকা থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে
যাচ্ছে না এবং ঢাকার বাইরে থেকেও কোন যানবাহন ঢাকায় আসছে না। শহরের অভ্যন্তরে কিছু
যানবাহন চললেও সংখ্যায় খুবই কম।
Post Top Ad
Responsive Ads Here
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০১৫
অবরোধ : সরকার ও ব্যবসায়ীদের পাল্টাপাল্টি বক্তব্য
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন