জনপ্রিয় ডেস্ক : পিপার স্প্রের
বিষক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন করেছেন তার প্রেস সচিব মারুফ খান কামাল। তিনি এখনো গুলশানের
রাজনৈতিক কার্যালয়েই অবস্থান করছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে অসুস্থ হয়ে পড়েন
তিনি। মারুফ
কামাল বলেন, ‘বিকেলে পূর্বঘোষিত ৫ জানুয়ারির গণতন্ত্র হত্যা দিবসের সমাবেশে যোগ
দেয়ার জন্য গাড়িতে ওঠেন ম্যাডাম। কিন্তু
পুলিশি বাধায় তিনি কার্যালয় থেকে বের হতে পারেননি। ম্যাডাম বের হতে না পেরে গাড়ি
থেকে নামার সময় পুলিশ পিপার স্প্রে করে। পিপার স্প্রের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে
পড়েছেন তিনি।’ ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ টিম বেগম জিয়ার চিকিৎসার জন্য এসেছিলেন বলেও জানিয়েছেন কামাল। তিনি বলেন, ‘ম্যাডামের
ব্যক্তিগত চিকিৎসকরাও চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।’ ‘এছাড়া এখানে
অবস্থানরত মহিলা নেতাকর্মী ও অফিস স্টাফরাও পিপার স্প্রের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে
পড়েছেন। তাদেরও চিকিৎসা চলছে।’ পুলিশ বলছে বেগম জিয়া চাইলে বাসায় যেতে পারেন, উনি যাবেন
কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ম্যাডামকে অবরুদ্ধ করে
রাখা হয়েছে। তাকে বের হতে দেয়া হচ্ছে না। বিকেলেই তো দেখেছেন তাকে বের হতে দেয়া
হয়নি। তিনি কীভাবে বের হবেন? আপনারাসহ সবাই দেখেছেন
ম্যাডামকে বের হতে দেয়া হচ্ছে না। তিনি এখানে থাকতে বাধ্য হচ্ছেন।’ শনিবার
রাত সাড়ে ৮টার দিকে অফিস করতে গুলশান কার্যালয়ে যান খালেদা জিয়া। ওইরাতেই বিএনপি
কেন্দ্রীয় কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েন দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। রাত
১১টার দিকে বেগম জিয়া রুহুল কবির রিজভীকে দেখতে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। ওই
রাতে কার্যালয়েই থেকে যান তিনি। এরপর রোববার সন্ধ্যায়
কার্যালয়ের মূল ফটকের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পুলিশ। রাতে বালি-সুরকি ও ইটের ট্রাক
দিয়ে কার্যালয়ের রাস্তায় ব্যারিকেড দেয়া হয়। সোমবার কার্যালয়ের
মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় পুলিশ। দুপুরের পর বেগম জিয়া সমাবেশে যোগ দিতে যেতে
চাইলেও তাকে যেতে হয় না। এসময় ভেতর থেকে গেট খোলার জোর চেষ্টা চালানো হলে পুলিশকে
পিপার স্প্রে করতে দেখা যায়। পরে তালাবদ্ধ কার্যালয়ের ভেতর থেকেই সাবেক এই
প্রধানমন্ত্রী অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা করেন। ৫ জানুয়ারির
কর্মসূচি পালনে নিজের দলের নেতাকর্মীদের ধন্যবাদও জানান তিনি।
Post Top Ad
Responsive Ads Here
সোমবার, ৫ জানুয়ারী, ২০১৫
‘অসুস্থ’ হয়ে পড়েছেন খালেদা জিয়া
Tags
# রাজনৈতিক সংবাদ
About JONOPRIO24
রাজনৈতিক সংবাদ
Labels:
রাজনৈতিক সংবাদ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Author Details
জনপ্রিয়২৪ একটি অনলাইন নিউজ পোর্টাল। বিশ্বজুড়ে রেমিডেন্স যোদ্ধাদের প্রবাস জীবন নিয়ে আমাদের যাত্রা শুরু হয় ২০০৩ সালে। স্পেনে বাংলাভাষী প্রবাসীদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন