সুফিয়ান
আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ নবনিযুক্ত বিরোধীদলীয় হুইপ মোঃ
সেলিম উদ্দিন বলেছেন,
বিরোধী দলে থাকলেই শুধু বিরোধীতা করতে হবে, সরকারের
সাথে শত্রুতা করতে হবে- এসব সঠিক কোন পন্তা হতে পারে না। সরকারের সঠিক সিদ্ধান্ত ও
দেশের উন্নয়নে সহযোগিতা করা এবং দেশ বিরোধী কাজের প্রতিবাদ করা বিরোধী দলের নৈতিক
দায়িত্ব। বিগত সময়ে সংসদে বিরোধী দল সঠিক
ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে হুইপ বলেন, জাতীয়
পার্টি সরকারের উন্নয়নে সহযোগিতা করার পাশাপাশি সমালোচনাও করছে। গতকাল শনিবার বিকালে উপজেলার মাথিউরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে তাঁর সম্মানে
আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিচালনায়
পর্ষদের সভাপতি আবদুল আহাদের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রেজাউর আলম
অপু ও ইকবাল হোসেন তারেকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান
আতাউর রহমান খান,
বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি
মুহিবুর রহমান মুহিব,
জকিগঞ্জ পৌর মেয়র আবদুল মালেক, মাথিউরা
ইউনিয়নের চেয়ারম্যান শিহাব উদ্দিন, প্রবাসী আবদুল মতলিব, যুক্তরাষ্ট্র
প্রবাসী মকবুল হোসেন চুনু মিযা, নঈম উদ্দিন রিয়াজ, সিলেট জাতীয় পার্টির সহ সভাপতি
বশির আহমদ লস্কর,
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন খান, তাজখান-তয়মুন
নেছা কল্যান ট্রাস্টের মাসচিব মোসলেহ উদ্দিন, উপজেলা মানবাধিকার আশ্রিতার
সভাপতি আবুল কাহের ফজলু প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
সমাজসেবী এফাজ উদ্দিন,
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছফর উদ্দিন লোদী, শিক্ষক
মোসলেহ উদ্দিন, প্রবাসী আনোয়ার আহমদ ও কামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে যুক্তরাজ্যস্থ
বিদ্যালযের প্রাক্তন শিক্ষার্থীদের অর্থায়নে মেধাবৃত্তি প্রকল্পে ১১ শিক্ষার্থীকে
৪০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। এছাড়া যুক্তরাজ্য প্রবাসী গৌছ উদ্দিন ৫০
হাজার টাকা, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল আহাদ ২০ হাজার টাকা, আবুল
কাহের ফজলু ১০ হাজার টাকা এককালীন এবং প্রতি বছর শাব্বির আহমদ ৫ হাজার টাকা
বিদ্যালয় ফান্ডে প্রদান করবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন