জনপ্রিয়
ডেস্ক : জমকালো
আয়োজনের মধ্যে দিয়ে লন্ডনে অনুষ্ঠিত হলো থ্রিজি প্রযুক্তি নির্ভর ফুল এইচডি
স্যাটেলাইট চ্যানেল এস এ টেলিভিশনের দ্বিতীয় বর্ষপূর্তি । সোমবার সেন্ট্রাল
লন্ডনের এসএটিভির নিজস্ব কার্যলয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ে মধ্যে দিয়ে
অনুষ্ঠিত হয়। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এসএটিভির ডিরেক্টর শিরিন আহমেদ সামান্তা
ও এসএ টিভির লন্ডন প্রতিনিধি হেফাজুল করিম রাকিব । এসময় শিরিন আহমেদ সামান্তা বলেন, দেশ ও দেশের
বাহিরে সকলের সাথে সেতু বন্ধন মজবুত করতে কাজ করে যাচ্ছে এসএটিভি । ইতিমধ্যেই এই
টেলিভিশন প্রবাসীদের মন জয় করেছে বলেও জানায় তিনি । এছাড়াও হেফাজুল করিম রাকিব এই চ্যানেলটির বিভিন্ন
অনুষ্ঠান মালার কথা তুলে ধরেন ।
অনুষ্ঠানে কেক কেটে এসএটিভির সাফল্য কামনা করেন আগত
অথিতিরা । এসএটিভির নিজস্ব প্রতিবেদক হেফাজুল করিম রকিবের পরিচালনায় সভায়
কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ আর মানসম্পন্ন অনুষ্ঠানের মাধ্যমে সব মহলে
গ্রহণযোগ্যতা পেয়েছে এই টেলিভিশন। এছাড়াও অনুষ্ঠানে কুমিল্লা নিউজ ডট কম এর
সম্পাদক ও এনটিভি ইউরোপের হেড অব নিউজ রাজীব হাসান , কুমিল্লা নিউজ ডট কম এর প্রতিনিধি ফিরোজ আহমেদ বিপুল,
ইকরামুল হাসান , আকলিমা ইসলাম, ফরহাদ, মো: ইমরান , সাইফুল
ইসলাম উপস্থিত ছিলেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন