
জনপ্রিয় ডেস্ক.মৌসুমী ও পপি দু'জনই দর্শকের চোখে প্রিয়মুখ। দু'জনই অভিনয়ের স্বীকৃতি হিসেবে ঘরে তুলেছেন জাতীয়
চলচ্চিত্র পুরস্কার। অনেকেই জানেন তারা সম্পর্কে নিকাত্মীয়। প্রায়ই বিভিন্ন
পারিবারিক অনুষ্ঠানে তাদের দেখা হয়। কিন্তু এবার তারা মুখোমুখি হচ্ছেন পেশার
ময়দানে। আগামী ২৮ নভেম্বর মুক্তি পাচ্ছে তাদের একটি করে ছবি।ফেরদৌস প্রযোজিত ও নঈম
ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত 'এক কাপ চা' ছবিতে মৌসুমী আর জাকির খান পরিচালিত 'চার অক্ষরের ভালোবাসা'য়
অভিনয় করেছেন পপি। মজার বিষয় হলো, দুটি ছবিতেই তাদের সহশিল্পী
ফেরদৌস। অবশ্য 'চার অক্ষরের ভালোবাসা' ছবিতে পপির সঙ্গে নিরবও অভিনয় করেছেন।দেশীয়
চলচ্চিত্রে শীর্ষ অভিনেত্রীদের কাতারে ধরা হয় মৌসুমী ও পপিকে। তবে এখন পর্যন্ত
তারা একসঙ্গে কোনো ছবিতে কাজ করেননি। জাহিদ হোসেনের 'লীলামন্থন' নামের একটি ছবিতে তারা
চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর তৈরি হয়নি।একই দিনে মৌসুমীর সঙ্গে
ছবি মুক্তি পাওয়া প্রসঙ্গে পপি বাংলানিউজকে বললেন, 'কাজের
ক্ষেত্রে আমরা প্রতিদ্বন্দ্বী সত্যি, কিন্তু ব্যক্তিজীবনে
আমরা একে অন্যের প্রতি ঠিকই আন্তরিক।' যোগ করে তিনি বলেছেন, 'একই দিনে আমাদের ছবি মুক্তি পেলেও দুটি দুই ধরনের।
আশা করি, দর্শকরা দুটি ছবিই উপভোগ করবেন।
মৌসুমী আপুর জন্য শুভকামনা রইলো।'দেখা যাক, মৌসুমী নাকি পপি ব্যবসায়িক সাফল্যের হাসিটা শেষ
পর্যন্ত কার মুখে দেখা যায়। অপেক্ষা মাত্র কয়েকদিনের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন